অনলাইন

সেনবাগের ৫ দিনে ৫ বসতঘরে অগ্নিকান্ড, ক্ষতি ৪০ লাখ টাকা

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি

১৮ জানুয়ারি ২০১৯, শুক্রবার, ৩:০৯ পূর্বাহ্ন

নোয়াখালীর সেনবাগে নির্বাচন পরবর্তী সময়ের  ৫ দিনে পাশাপাশি ৫ টি বাড়ীতে  অগ্নিকান্ডের ঘটনায় অসন্তোষ বিরাজ করছে ভূক্তভোগী পরিবার গুলোতে। এতে প্রায় ৪০ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার ১৫ই জানুয়ারি সন্ধ্যা সাড়ে  ৭ টায় নবীপুর ইউপির গোপালপুর মফিজ মাস্টারের বসত ঘরে অগ্নিকান্ডে প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে।

এর আগে ১২ই জানুয়ারি একই এলাকার হুমায়ুন কবির, ছালা উদ্দিন ও আবুল হোসেনের বসত ঘর, ১৩ই জানুয়ারি মকবুল মাস্টারের চিন, ১৪ই জানুয়ারি হাছান আলী মিয়াজি বাড়ীর হানিফের চিন, ১৫ই জানুয়ারি এ্যাড. মাহমুদ স্বপনের বসতঘর ও ১৭ই জানুয়ারি একই বাড়ির মফিজ মাস্টারের বসত ঘর অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়েছে। এতে অন্তত কমপক্ষে  প্রায় ৪০ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

নির্বাচন পরবর্তী সময়ে ওই এলাকায় দফায় দফায় এমন ঘটনায় সাধারণ লোকজনের মনে ভীতির সঞ্চার হয়েছে। কি কারনে কে বা কারা  এমন নাশকতায় জড়িত তা আজো অন্ধকারে রয়েছে। পাড়ায় পাড়ায় দোকানপাটে লোকজনের মন্তব্য গোপালপুরে ভূতের আছর লেগেছে।  

ইউপি চেয়ারম্যান আমিন উল্যা বিএসসি জানান, অগ্নিকান্ডের এমন ঘটনায় মানুষজন নিঃস্ব হচ্ছে। ভূত কখন কার গায়ে চাপে তা  নিয়ে জনমনে অসন্তোষ বিরাজ করছে।
প্রতিটি ঘটনা থানা পুলিশ কে অবহিত করা হয়েছে বলে স্থানীয়রা জানান,  এমন নাশকতা ঠেকাতে  বাড়ী বাড়ী পাহারা বসাতে উদ্যোগ নিচ্ছে  তারা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status