বাংলারজমিন

রৌমারীতে নদী খননের প্রতিবাদে বিক্ষোভ

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

১৮ জানুয়ারি ২০১৯, শুক্রবার, ৮:৪৪ পূর্বাহ্ন

রৌমারীতে সোনাভরি নদী খনন করে ফসল ধ্বংসের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলা গেট সংলগ্ন ডিসি রাস্তায় এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে বন্দবেড় ইউনিয়নের ৫ শতাধিক মানুষ মানববন্ধনে অংশ নেন। তারা নদী খননের তীব্র প্রতিবাদ জানিয়ে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে কুড়িগ্রাম জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করেন। এসময় বক্তব্য রাখেন স্থানীয় এনজিও সিএসডিকের পরিচালক আবু হানিফ মাস্টার, রৌমারী মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক আব্দু্‌ল্লাহ আল হাদি, বন্দবেড় ইউপি সদস্য ও রৌমারী বাস মালিক শ্রমিক সমিতির সভাপতি আব্দুল মতিন, আরএসডিএ’র সাবেক নির্বাহী পরিচালক  ইমান আলী ইমন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক ও এলাকাবাসীর পক্ষে আমির হোসেন প্রমুখ। বক্তারা বলেন, অন্যায়ভাবে এ নদী খনন হলে সহস্রাধিক পরিবার তাদের আয়-রোজগারের পথ হারাবে। অনেকেই সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে যাবে। উল্লেখ্য, অবৈধ দখলমুক্তকরণ ও নাব্য ফেরানোর লক্ষ্যে সারা বাংলাদেশে ৬৩টি নদীতে খনন কর্মসূচি হাতে নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এর বিপরীতে ২৩ শ’ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। এ কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার সোনাভরি নদী খননের একটি প্যাকেজ টেন্ডার হয়েছে। গত রোববার পানি উন্নয়ন অফিস কর্তৃক নদীর দু’ধারে বাড়িঘর নিজ খরচে সরিয়ে নেয়ার জন্য মাইকিং করলে অত্র এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরই প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেন এলাকাবাসী।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status