বাংলারজমিন

সড়ক দুর্ঘটনায় ৩ ভাইবোনসহ নিহত ৮

১৮ জানুয়ারি ২০১৯, শুক্রবার, ৮:৪১ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার, রংপুর থেকে: রংপুরে সড়ক দুর্ঘটনায় ৩ ভাইবোন নিহত হয়েছেন। এ ঘটনা ঘটেছে গতকাল সন্ধ্যায় রংপুর-ঢাকা মহাসড়কের পীরগঞ্জ উপজেলার বিশমাইল নামক স্থানে।
বড়দরগাহ হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পীরগঞ্জ উপজেলার শানেরহাট ইউনিয়নের হরিরাম সাহাপুর গ্রামের বাসিন্দা মোজাম্মেল মুন্সীর পুত্র ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহীনুর রহমান (২৫), আজগার আলীর পুত্র মশফিকুর রহমান (১৮) ও আবদুল কাইয়ুমের কন্যা রুমী বেগম (২৩) একই মোটরসাইকেলে চড়ে শঠিবাড়ীহাটে যাওয়ার পথে বিশমাইল এলাকায় এলে ঢাকাগামী নৈশ কোচ হানিফ এন্টারপ্রাইজ মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ৩ মামাতো-ফুফাতো ভাইবোন নিহত হন। খবর পেয়ে বড়দরগা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশগুলো উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসে। এ সময় উত্তেজিত এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় রাস্তার দু’ধারে শ’ শ’ যানবাহন আটকা পড়ে। প্রায় ১ ঘণ্টা সড়ক অবরোধের পর প্রশাসনের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়। পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার টিএমএ মমিন বলেন, যান চলাচল স্বাভাবিক রয়েছে। পুলিশ ঘাতক কোচটিকে আটক করেছে।
কালিহাতীতে ২

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন নামকস্থানে ওভারটেক করতে গিয়ে প্রান্তিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে গিয়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩০ জন।
গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
কালিহাতী থানার ওসি মীর মোশারফ হোসেন জানান, দুপুরের দিকে ময়মনসিংহ থেকে টাঙ্গাইলগামী প্রান্তিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৩০ জন। এদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
কুষ্টিয়ায় ১
মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: মিরপুরে সড়ক দুর্ঘটনায় ৩য় শ্রেণির ছাত্র হৃদয় (৯) নিহত হয়েছে। গতকাল সকালে উপজেলার চরপাড়া গ্রামে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত হৃদয় চরপাড়া গ্রামের মুক্তার হোসেনের ছেলে। সে কুশাবাড়ীয়া-চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।
স্থানীয় আমলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ আবদুর রহমান জানান, প্রতিদিনের ন্যায় হৃদয় বাইসাইকেল যোগে স্কুলে যাওয়ার পথে বিপরীত দিক থেকে ছেড়ে আসা স্যালো ইঞ্জিনচালিত অবৈধ নসিমন গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। ঘটনাস্থল থেকে গাড়িটি আটক করে ক্যাম্প হেফাজতে রেখেছেন বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।
মির্জাগঞ্জে ১

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: মির্জাগঞ্জ উপজেলার কাকড়াবুনিয়া এলাকায় প্রাণ কোম্পানির গাড়ি (টেম্পু) উল্টে ডেলিভারি ম্যান মো. সোহাগ হাওলাদার (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গত বুধবার সন্ধ্যায় ডেলিভারি কাজ শেষে আসার পথে কাকড়াবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, ঐ দিন চান্দখালী থেকে সুবিদখালী আসার পথে কাকড়াবুনিয়া এলাকায় কোম্পানির গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেলে গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই সোহাগ নিহত হয়। সে উপজেলার আন্দুয়া গ্রামের মো. মৌজে আলী হাওলাদারের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করে মির্জাগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. শাহ আলম বলেন খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। ঘটনার পর থেকে গাড়িচালক পলাতক রয়েছে। কোনো প্রকার অভিযোগ না থাকায় লাশটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
রামগতিতে ১
রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: রামগতিতে সড়ক দুর্ঘটনায় শামীম (৩০) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার সন্ধ্যায় রামগতি সোনাপুর সড়কের চৌমুহনী বাজার এলাকায় বিপরীত দিকে আসা ট্রাক্টর ট্রলি শামীমকে চাপা দেয়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা ৩১ শয্যা হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শামীম চররমিজ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের আলাউদ্দিনের ছেলে। ঘাতক ট্রাক্টরটির মালিক চর আলগী ইউনিয়নের আবদুল মোতালেব। এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ এটিএম আরিচুল হক জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর আমরা কার্যকর ব্যবস্থা গ্রহণ করি। এ ঘটনার প্রেক্ষিতে থানায় একটি জিডি করা হয়।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status