বাংলারজমিন

সংরক্ষিত আসনে মনোনয়ন নিলেন সাদুল্লাপুরের রেহেনা বেগম

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি

১৮ জানুয়ারি ২০১৯, শুক্রবার, ৮:৪০ পূর্বাহ্ন

 একাদশ জাতীয় সংসদে গাইবান্ধার সংরক্ষিত মহিলা আসন গাইবান্ধা সংরক্ষিত মহিলা আসনে এমপি পদপ্রত্যাশী রেহেনা বেগম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। গতকাল আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়, ধানমণ্ডি থেকে তিনি মনোনয়নপত্র তুলেছেন। মনোনয়নপত্র গ্রহীতা রেহেনা বেগম সাদুল্লাপুর উপজেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী। এর আগে এই আসনে রেহেনা বেগমকে মনোনয়ন দেয়ার জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিকট জোর দাবি জানিয়ে আসছে বিভিন্ন নারী সংগঠনসহ এলাকাবাসী। তথ্যানুসন্ধানে জানা যায়, রেহেনা বেগম পারিবারিক ভাবে আওয়ামী পরিবারের সন্তান। গত ২০০৩ সালে খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচিত হওয়ার পর সর্বপ্রথম সাদুল্লাপুর উপজেলায় মহিলা আওয়ামী লীগের কমিটি গঠন করেন। সেই থেকে সাদুল্লাপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে ও খোর্দ্দকোমরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য হিসেবে সক্রিয় ভাবে দায়িত্ব পালন করে আসছেন। এ ছাড়াও বাংলাদেশ নারী কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বরত আছেন। এ সুবাদে নৌকা প্রতীকে গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশগ্রহণ করাসহ জেলা পরিষদের সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের প্যানেলে নির্বাচন করেন। এমপি পদপ্রত্যাশী রেহেনা বেগম সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের তালুক হরিদাসপুর গ্রামের মৃত আজাহার আলীর স্ত্রী। একটি বেসরকারি উন্নয়ন সংস্থা আলীফ সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি হওয়ায় নারী উন্নয়নে বিশেষ অবদান রেখেছেন। সেবামূলক এ অবদানের ফলশ্রুতিতে তিনি বিভিন্ন সংস্থা থেকে সম্মাননা স্মারক ও পদকে ভূষিত হন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status