বিনোদন

ফিরলেন নওশাবা

স্টাফ রিপোর্টার

১৮ জানুয়ারি ২০১৯, শুক্রবার, ৮:২৯ পূর্বাহ্ন

চার মাস পর আবারো ক্যামেরার সামনে দাঁড়ালেন দর্শকপ্রিয় অভিনেত্রী কাজী নওশাবা। ১৪ঠা জানুয়ারি নির্মাতা দীপঙ্কর দীপনের ‘টক্কর’ শিরোনামের একটি সিরিয়ালের মধ্য দিয়ে তিনি শুটিংয়ে ফিরেছেন বলে জানান। গত বছরের ৪ই আগস্ট নিরাপদ সড়ক চাই আন্দোলনের সময় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে তাকে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে থাকতে হয়। নওশাবার ভাষ্য, আমি সত্যি আনন্দিত আবারো কাজে ফিরে। নতুন করে পথ চলা শুরু করেছি। শুটিংয়ের প্রথম দিনেই স্পটে সবাই আমাকে আপন করে নিয়েছেন। সাহস যুগিয়েছেন। আমি আবারো প্রমাণ পেলাম, শিল্পীরা অনেক উদার মনের হয়। সেই দিন স্পটে তারিক আনাম খানসহ বেশ কয়েকজন
গুণী শিল্পী ছিলেন। তারা সবাই আমাকে যেভাবে উৎসাহ দিয়েছেন তাতেই আমি কাজ করার স্পৃহা পাচ্ছি। এই সিরিয়ালের নির্মাতার কাছে কৃতজ্ঞ, আমাকে এমন একটা সুযোগ করে দেয়ার জন্য। এদিকে, বাংলাভিশনে প্রচার হচ্ছে এই অভিনেত্রীর ‘সোনালি দিন’ ও চ্যানেল আইয়ে প্রচার হচ্ছে ‘সাত ভাই চম্পা’ শিরোনামের একটি মেগা সিরিয়াল। ছোট পর্দার কাজ দিয়ে শুটিংয়ে ফিরলেও এই অভিনেত্রীর লক্ষ্য চলচ্চিত্র বলে জানান। চলচ্চিত্রেই নিয়মিত অভিনয় করার ইচ্ছে প্রকাশ করেন তিনি। তিনি আরো বলেন, আমি চলচ্চিত্রে ব্যস্ত থাকতে চাই। পাশাপাশি অন্য মাধ্যমগুলোতেও কাজ করবো। এরইমধ্যে নতুন ছবির বিষয়ে কথা হয়েছে। সব কিছু চূড়ান্ত করে নতুন চলচ্চিত্রের বিষয়ে জানাতে চাই। এই অভিনেত্রীর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র হলো ‘স্বপ্নের ঘর’। এটি নির্মাণ করেন তানিম রহমান অংশু। এদিকে, মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত তিনটি চলচ্চিত্র। চলচ্চিত্রগুলো হলো- এন রাশেদ চৌধুরীর ‘চন্দ্রাবতী’, মিজানুর রহমান লাবুর ‘৯৯ ম্যানশ’ ও ওয়াহিদ তারেকের ‘আলগা নোঙর’। এই তিনটি চলচ্চিত্রের একটিতে সীতা, দ্বিতীয়টিতে প্রকৌশলী ও অন্যটিতে এতিম মেয়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি। তিনটি চলচ্চিত্র নিয়েই তিনি বেশ আশাবাদী। চলতি বছরেই চলচ্চিত্র তিনটি মুক্তি পাবে জানান নওশাবা। অভিনয়ের বাইরে নওশাবা সম্প্রতি একটি শর্টফিল্মের নির্দেশনা দিয়েছেন। তবে, সেটি কোনো বাণিজ্যিকভাবে নয়, বলেন তিনি। এই প্রসঙ্গে তিনি বলেন, হাতে কোনো কাজ না থাকায় এবং আমার ওই দুর্ঘটনার পর অনেকটা আমি ডিপ্রেশনে ভুগছিলাম। তখন ‘আলোর খোঁজে’ শিরোনামের একটি শর্টফিল্ম নির্দেশনা দিয়েছি। এটি আমার বন্ধুদের নিয়ে করেছি। এটিতে কোনো বাণিজ্যিক উদ্দেশ্য নেই। এই মুহূর্তে বাণিজ্যিকভাবে কোনো কিছু নির্মাণেরও পরিকল্পনা আমার নেই।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status