বাংলারজমিন

সিলেটে চার মাসেও উদ্ধার হয়নি দুই তরুণী

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

১৮ জানুয়ারি ২০১৯, শুক্রবার, ৮:২৪ পূর্বাহ্ন

সিলেটে চার মাসেও উদ্ধার হয়নি সংখ্যালঘু পরিবারের দুই তরুণী বন্নি ও রুবি। অপহরণের পরপরই থানায় জিডি ও মামলা দায়ের করা হলেও পুলিশ তাদের খুঁজে পায়নি। পুলিশের ধারণা- তারা নিজেরাই পালিয়ে গেছে। অপহৃতাদের মধ্যে একজন হলো- সিলেট সদর উপজেলার শাহপরাণ (রহ.) থানার খাদিমনগর রুস্তমপুর এলাকা থেকে অপহৃত ধর্মীয় সংখ্যালঘু কিশোরী শ্রীমতি বনীতা রানী দাস বন্নি (১৪) ও অপরজন জকিগঞ্জ উপজেলার ৪ নং খলাচড়া ইউনিয়নের দুবড়িরপাড় এলাকা থেকে অপহৃত স্কুলছাত্রী রুবি রানী দাস (১৫)। এদিকে চার মাসে দুই তরুণী উদ্ধার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বাংলাদেশ মাইনোরিটি ওয়াচ। গত ১৫ই সেপ্টেম্বর সকাল ১১টায় সদর উপজেলার খাদিমনগর রুস্তমপুর মানিক মিয়ার ভাড়াটিয়া বাসা থেকে বন্নি নিখোঁজ হয়। এ ঘটনায় বন্নির পিতা অবিনাশ দাস সিলেটের শাহপরাণ (রহ.) থানায় একটি জিডি করেন। প্রথমে জিডির তদন্তের দায়িত্বে ছিলেন এসআই প্রদীপ সরকার। তিনি দক্ষিণ সুরমা থানায় বদলি হলে তদন্ত দীর্ঘদিন আটকে যায়। পরবর্তীতে শাহপরাণ তদন্ত কেন্দ্রের এসআই আবু রায়হানকে পুনরায় তদন্তের দায়িত্ব দেয়া হয়। পরে নিখোঁজের ঘটনাটি অপহরণের ঘটনা বলে জানা যায়। এসআই রায়হান ওই তরুণীকে উদ্ধারের চেষ্টা করছেন বলে জানিয়েছেন। এদিকে গত ২০শে সেপ্টেম্বর জকিগঞ্জ উপজেলার দুবড়িরপাড় নিজ বাড়ি থেকে অপহরণের শিকার হন স্কুলছাত্রী রুবি। এ ঘটনায় রুবির ভাই বাদী হয়ে জকিগঞ্জ থানায় আমজাদ হোসেন সহ ৩ জনের নাম উল্লেখ করে একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করেন এসআই কল্লোল গোস্বামী। ওই মামলায় অপর ৩ আসামি বর্তমানে জামিনে রয়েছে। মূল আসামি আমজাদ এখনো পলাতক রয়েছে। পুলিশ রহস্যজনক কারণে গ্রেপ্তার করছে না। পরিবার সূত্রে জানা যায় আসামিরা প্রভাবশালী হওয়ায় বিভিন্নভাবে হুমকি-ধমকির কারণে নিরাপত্তাহীনতায় রয়েছে পরিবার দুটি। এদের নিখোঁজ ও অপহরণের ঘটনায় ধর্মীয় সংখ্যালঘুদের মধ্যে এক অজানা আতঙ্ক বিরাজ করছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status