খেলা

মেসির গর্বের ‘৪০০’

স্পোর্টস ডেস্ক

২০১৯-০১-১৫

প্রথম খেলোয়াড় হিসেবে স্প্যানিশ লা লিগায় ৪০০ গোল পূর্ণ হলো লিওনেল মেসির। রোববার লা লিগায় এইবারের বিপক্ষে ৩-০ গোলে জয় দেখে এফসি বার্সেলোনা। ম্যাচে জোড়া গোল করেন উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজ। আর এক গোল নিয়ে লা লিগায় ৪০০ গোলের ল্যান্ডমার্ক স্পর্শ করেন লিওনেল মেসি। নিজেদের ক্যাম্প ন্যু মাঠে ম্যাচের ১৯তম মিনিটে সুয়ারেজের গোলে এগিয়ে যায় বার্সেলোনা। ৫৩তম মিনিটে গোল নিয়ে মেসি গড়েন ইতিহাস। আর ৫৯ মিনিটে সুয়ারেজ আরো এক গোল আদায় করলে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে কাতালানরা। লা লিগায় ৪৩৫ ম্যাচে ৪০০ গোল পূর্ণ হলো আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসির। এর ২৩১ গোল পেলেন তিনি নিজেদের ন্যু ক্যাম্প স্টেডিয়ামে। স্প্যানিশ লা লিগায় দ্বিতীয় সর্বাধিক ৩১১ গোলের (২৯২ ম্যাচ) কীর্তি রিয়াল মাদ্রিদের সাবেক তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর। ইউরোপের শীর্ষ পাঁচ লীগের কোনো এক আসরে ৪০০ গোলের কৃতিত্ব দেখানো একমাত্র ফুটবলার লিওনেল মেসি। ইউরোপিয়ান শীর্ষ পাঁচ লীগে ৪০০ গোলের কৃতিত্ব রয়েছে আর কেবল ক্রিস্টিয়ানো রোনালদোর। তবে মেসি এ ল্যান্ডমার্ক স্পর্শ করলেন রোনালদোর চেয়ে ৬৩ ম্যাচ কম খেলে।
ইংল্যান্ড, স্পেন ও ইতালিতে যথাক্রমে ম্যানচেস্টার ইউনাইটেড (৮১), রিয়াল মাদ্রিদ (৩১১) ও জুভেন্টার্সের (১৪) জার্সি গায়ে ক্যারিয়ারে ৫০৭ ম্যাচে সর্বাধিক ৪০৯ গোলের রেকর্ড পর্তুগিজ স্ট্রাইকার রোনালদোর। শীর্ষ পাঁচ লীগের বাইরে ক্যারিয়ারের শুরুতে পর্তুগিজ প্রিমেরা লিগে স্পোর্টিং লিসবনের জার্সি গায়ে আরো ৩ গোল রয়েছে তার।
এর আগে ২০১৪ সালে মেসি ভেঙে দেন লা লিগায় সর্বাধিক গোলের ৫৯ বছরের পুরনো রেকর্ড। ১৯৪০ থেকে ১৯৫৫ পর্যন্ত ক্যারিয়ারে স্প্যানিশ শীর্ষ ফুটবল লীগে ২৫১ গোল নিয়ে দীর্ঘ ৫৯ বছর রেকর্ডটি নিজের দখলে রেখেছিলেন অ্যাথলেটিক বিলবাওয়ের স্প্যানিয়ার্ড স্ট্রাইকার তেলমো জারা। চলতি লা লিগায় ১৯ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে যথারীতি তালিকার শীর্ষে বার্সেলোনা। সমান ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। রোববার লা লিগার অপর ম্যাচে রিয়াল বেতিসের বিপক্ষে লড়াই শেষে ২-১ গোলে জয় দেখে জায়ান্ট দল রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষের মাঠে খেলা শেষের ২ মিনিট আগে জয়সূচক গোলের দেখা পায় মাদ্রিদিস্তারা। ১৯ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। যথাক্রমে ৩৩ ও ৩২ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় ও পঞ্চম স্থানে রয়েছে সেভিয়া ও ডেপোর্টিভো আলাভেস। স্প্যানিশ লা লিগায় পৃথক ৩৭ দলের বিপক্ষে গোলের রেকর্ড মেসিরই।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status