বিনোদন

শরৎচন্দ্রের গল্পে সুবর্ণা মুস্তাফা

স্টাফ রিপোর্টার

১৫ জানুয়ারি ২০১৯, মঙ্গলবার, ৮:৩১ পূর্বাহ্ন

জমিদারি প্রথা, গ্রাম্য রাজনীতি এবং প্রেম-প্রণয় নিয়ে শরৎচন্দ্রের জনপ্রিয় উপন্যাস পল্লীসমাজ। এবার এই উপন্যাস অবলম্বনে নির্মাণ হচ্ছে চলচ্চিত্র ‘লীলাবতী’। এটি নির্মাণ করছেন জোবায়ের ইবনে বকর। এটিতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। আগামীকাল থেকে মানিকগঞ্জের বেতিলা জমিদারবাড়িতে শুরু হচ্ছে ছবিটির শুটিং। এরই মধ্যে শুটিংয়ের জন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। জমিদারবাড়ি ও আশেপাশের এলাকায় ওই সময় অনুযায়ী সেট নির্মাণ করা হয়েছে বলেও জানান নির্মাতা। সুবর্ণা বলেন, শরৎচন্দ্রের এ উপন্যাসটি বাংলা সাহিত্যে এবং পাঠক সমাজে দারুণ সমাদৃত। এটির চরিত্রগুলো অনেক চ্যালেঞ্জিং। আশা করছি নির্মাতা সুন্দরভাবেই কাজটি শেষ করতে পারবেন। সুবর্ণা ছাড়াও এই ছবিতে আরো অভিনয় করবেন ইরেশ যাকের, আনিসুর রহমান মিলন ও গাজী রাকায়েত। ছবিটি প্রসঙ্গে নির্মাতা বলেন, ১৬ই জানুয়ারি থেকে শুরু হয়ে আগামী ২রা ফেব্রুয়ারি অবধি চলবে শুটিং। একটানা শুটিং করে শেষ করতে চাই আমরা। তারপরই সম্পাদনার টেবিলে বসবো। ছবিটির নির্মাণ কাজ শেষ করে আসছে বৈশাখে মুক্তি দেয়ার পরিকল্পনা করছি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status