খেলা

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হলেন জাহিদ আহসান রাসেল

স্পোর্টস রিপোর্টার

২০১৯-০১-০৭

নতুন মন্ত্রিসভা থেকে বাদ পড়লেন সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার। দশম সংসদে এই মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতির দায়িত্বে থাকা জাহিদ আহসান রাসেল এবার প্রতিমন্ত্রী হয়েছেন। গতকাল সচিবালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
৪৭ সদস্যবিশিষ্ট মন্ত্রিসভায় বাদ পড়লেন দশম সংসদে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীরেন শিকদার ও উপমন্ত্রী আরিফ খান জয়। এরমধ্যে আরিফ খান জয় ১১তম জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়নই পাননি। বীরেন শিকদারের জায়গায় প্রতিমন্ত্রী হলেন গাজীপুরের বহুল পরিচিত মুক্তিযোদ্ধা ও প্রয়াত সাংসদ আহসানউল্লাহ মাস্টারের বড় ছেলে জাহিদ আহসান রাসেল। তিনি গাজীপুর-২ আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে হ্যাটট্রিক সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। জাহিদ আহসান রাসেলের জন্ম ১লা জানুয়ারি ১৯৭৮ সালে। তার জন্মস্থান গাজীপুর জেলার পুবাইল ইউনিয়নের হায়দরাবাদ গ্রামে। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্নাতক। লন্ডনে ব্যারিস্টারি পড়ার সময় তার বাবার মৃত্যু হয় তখনই তিনি দেশে চলে আসেন। তাকে আওয়ামী লীগ থেকে উপনির্বাচনে গাজীপুর-২ সদর আসনে প্রার্থী করা হয়। তিনি বিপুল ভোটে জয়ী হন। তবে আরিফ খান জয়ের পদটি খালি আছে। এ পদে বর্ধিত মন্ত্রিসভায় নতুন মুখ আসতে পারে বলে শোনা যাচ্ছে। প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়ে রাসেল জানান, আমি মন্ত্রী পরিষদ থেকে ফোন পেয়েছি। আগামীকাল শপথ নেব। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যে দায়িত্ব দেবেন অতীতের ন্যায় তা সততার সঙ্গে পালন করবো। ক্রীড়া মন্ত্রণালয় হলে আমার জন্য ভালো হবে। অতীতে আমি এই মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলাম। এটা আমার অত্যন্ত প্রিয় জায়গা। আমি দায়িত্ব পেলে সবাইকে নিয়ে এই দেশের ক্রীড়াঙ্গনকে আরো উচ্চতায় নিয়ে যাবো।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status