বিনোদন

সেন্সরে ফারুকীর ‘শনিবার বিকেল’

স্টাফ রিপোর্টার

৩ জানুয়ারি ২০১৯, বৃহস্পতিবার, ৫:০২ পূর্বাহ্ন

জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত নতুন ছবি দর্শকরা এবার প্রেক্ষাগৃহে দেখতে পাবেন। ছবির নাম ‘স্যাটারডে আফটারনুন’, যার বাংলা নাম ‘শনিবার বিকেল’। এরইমধ্যে ছবিটির কাজ শেষ হয়েছে। আর ছবিটি সেন্সরে জমাও হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি বলেন, ছবিটি এরইমধ্যে সেন্সরে জমা হয়েছে। ছবির শুটিং চলাকালীন সময়ে ফারুকী ছবিটি নিয়ে জানান, আমার এই ছবিটি হোলি আর্টিজান ঘটনার পুনঃনির্মাণ না। তবে ছবিটি  হোলি আর্টিজান ঘটনা থেকে ইন্সপিরেশন নিয়েছি। হোলি আর্টিজানে ট্র্যাজেডি যেমন আছে, তেমনি আছে বীরত্বগাথাÑএসব আমাদের অনুপ্রেরণা। গল্পের মধ্যে শ্বাসরুদ্ধকর ব্যাপার আছে, আর শিল্পী ও কলাকুশলীরা শ্বাসরুদ্ধকর পরিবেশেই কাজটি করেছেন।

এ ছবির শুটিং চলাকালীন সময়ে যুক্তরাষ্ট্রের সাপ্তাহিক ম্যাগাজিন ‘ভ্যারাইটি’ ফারুকীর নতুন ছবি ‘স্যাটারডে আফটারনুন’ বা ‘শনিবার বিকেল’ নিয়ে প্রতিবেদনও প্রকাশ করে। এ ছবিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, ইরেশ যাকের, ভারতের পরমব্রত, নুসরাত ইমরোজ তিশা, ফিলিস্তিনের চলচ্চিত্র তারকা ইয়াদ হুরানিসহ আরো অনেকে। বাংলাদেশ-ভারত-জার্মান যৌথ প্রযোজনায় তৈরি হয়েছে ‘শনিবার বিকেল’ ছবিটি। বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া আর ভারতের কলকাতার শ্যাম সুন্দর দে’র পাশাপাশি ছবির প্রযোজনার সঙ্গে যুক্ত আছে ছবিয়াল। জানা যায়, বাংলা ও ইংরেজি দুই ভাষায় মুক্তি পাবে ছবিটি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status