বাংলারজমিন

ব্রাহ্মণবাড়িয়া-২

নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন মনোনয়নবঞ্চিত আওয়ামী লীগের তিন নেতা

জাবেদ রহিম বিজন, ব্রাহ্মণবাড়িয়া থেকে

২৮ নভেম্বর ২০১৮, বুধবার, ৮:৪২ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় নির্দলীয় নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন আওয়ামী লীগের নেতারা। জেলার একটি আসনে নির্দলীয় নির্বাচন করতে প্রস্তুত তিনজন। ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের এই প্রার্থীরা হচ্ছেন- জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মাঈন উদ্দিন মঈন, আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক হাজী মো. সফিউল্লাহ ও সরাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক শহীদ বুদ্ধিজীবী আকবর হোসেন বকুল মিয়ার সন্তান অ্যাডভোকেট সৈয়দ তানভীর হোসেন কাউছার। এই আসনে বর্তমানে মহাজোটের এমপি রয়েছেন। জাতীয় পার্টির কেন্দ্রীয় সহসভাপতি অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা ২০০৮ এবং ২০১৪ সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন এখান থেকে। আওয়ামী লীগ দীর্ঘদিন ধরেই দলের মনোনয়ন দাবি করে আসছে এখানে। দলের মনোনয়নের জন্য এবার মাঠে তৎপর হন প্রায় দু-ডজন নেতা। জেলার ৬টি আসনের মধ্যে রোববার ৫টি আসনে দলের প্রার্থী ঘোষণা করা হয়। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের প্রার্থী ঘোষণা বাকি রাখা হয় মহাজোটের জন্য। এতে আওয়ামী লীগের মনোনয়ন প্রার্থী ও তাদের সমর্থকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। সোমবার মনোনয়ন প্রার্থী মাঈন উদ্দিন মঈনের সমর্থকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে মঈনকে দলের প্রার্থী করার দাবি জানান।
মাঈন উদ্দিন মঈন জানান- তিনজন চেয়ারম্যান আশুগঞ্জ সদরের মো. সালাউদ্দিন, চর-চারতলার জিয়াউদ্দিন খন্দকার এবং আড়াইসিধার ডাক্তার সেলিম নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র নিয়ে তাকে ফোন দিয়েছেন। তাদের দাবি তিনি নির্দলীয় হলেও যেন নির্বাচন করেন। এছাড়া তারুয়া, লালপুর, শাহজাদাপুর, পাকশিমুল ও চুন্টার বর্তমান ও সাবেক চেয়ারম্যানরা তাকে ফোন দিয়ে বলেছেন আপনি যেভাবেই আসেন আমরা আপনার নির্বাচন করবো। মঈন বলেন আমার পাগল হওয়ার অবস্থা। দীর্ঘদিন একটা ঘর করেছি। একটা বউকে তালাক দিতেওতো সময় লাগে। তবে আমি ব্যক্তিগত ভাবে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের প্রতি একমত। তার জন্য জীবন-যৌবন উৎসর্গে রাজি। তারপরও এলাকার মানুষ মনে করে তামাসার জাতীয় পার্টির কারণে দীর্ঘদিন তারা উন্নয়ন বঞ্চিত। এর আগে বিএনপির উকিল আবদুস সাত্তার ভূঁইয়ার ২০ বছরে কোনো উন্নয়ন হয়নি এখানে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়েছে বহুদূর। শুধু পিছিয়ে সরাইল-আশুগঞ্জ। সেকারণে আজকে মানুষ ভিন্ন চিন্তা করছে। মঈন বলেন, আমাকে দলের মনোনয়ন দেয়া হলে বিজয় এখানে নিশ্চিত। হাজী সফিউল্লাহ মিয়া বলেন- এখন মনোনয়ন জমা দেব। টাইম উইল ডিসাইড। দল এবং সিট দুটোর চিন্তাই আমাকে করতে হবে। তিনি আরো বলেন মনোনয়ন নিয়ে আমরা বিব্রতকর অবস্থায় পড়েছি। আমরা এখন বেওয়ারিশ লাশের মতো। আমাদের দাম নাই, পার্টির দাম নাই। যারা পার্টির সঙ্গে সম্পৃক্ত না তাদেরকেই মনোনয়ন দিয়ে দেয়া হচ্ছে। অ্যাডভোকেট সৈয়দ তানভীর হোসেন কাউছার বলেন- মনোনয়ন দাখিলের প্রস্তুতি নিচ্ছি। আগামীকাল (আজ বুধবার) দাখিল করবো। মনোনয়ন নিয়ে কি হচ্ছে বুঝতে পারছি না। জাতীয় পার্টিকে দিলেতো মানুষ ভোটই দেবে না।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status