খেলা

তাইজুলের ‘সরল’ ভাবনা

স্পোর্টস রিপোর্টার

২৭ নভেম্বর ২০১৮, মঙ্গলবার, ৯:৪১ পূর্বাহ্ন

নাটোরের বনলতা সেনের কবিতা তো সবারই জানা। যেখানে কবির কল্পনায় ফুটে উঠেছে নাটোরের এক সরল নারীর প্রেমের কথা। হয়তো জীবনানন্দ দাস বেঁচে থাকলে বাস্তবেই লিখতেন নাটোরের আরেক সরল পুরুষ তাইজুুলের ইসলামের কাব্য। যিনি বাংলাদেশ ক্রিকেটকে এখন ‘দুদণ্ড শান্তি’ দেয়া স্পিনার বললে ভুল হবে না।  দেশের অন্যতম সেরা স্পিনার সাকিব আল হাসান সেই সঙ্গে দলের অধিনায়কও তিনি। ইনজুরির কারণে ছিলেন না দলে। তবে তার অভাব একটু বুঝতে দেননি তাইজুল। জিম্বাবুয়ের বিপক্ষে নিজের কাঁধে দায়িত্ব তুলে নেন। দুই ম্যাচে ১৮ উইকেট নিয়ে দলকে উপহার দিয়েছেন জয়ের স্বস্তি। এমনকি সাকিব ফিরলেও বদলাননি তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচে দুই ইনিংসে সর্বোচ্চ ৭ উইকেটের মালিকও তিনি। বলতে গেলে বাংলাদেশে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের জন্য ভয়ঙ্কর স্পিনার তিনি। কী তার সেই ভয়ঙ্কর কৌশল যেটির সামনে বাঘা বাঘা ব্যাটসম্যানরা আত্মসমর্পণ করেন! অবশ্য তাইজুল যা জানালেন তা একেবারেই সরল কৌশল। গতকাল সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘প্রথম ইনিংসে (ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে) যে রকম পরিকল্পনা ছিল, পরের ইনিংসেও একই। উইকেট না পেলে ভাবি না। আমার চাওয়া থাকে, উইকেট না পেলেও রান কম দিতে যেন অন্য প্রান্ত থেকে বোলারদের উইকেট পেতে সুবিধা হয়। ক্রিকেট খেলাটাই এমন। একজন রান দেবে, একজন উইকেট পাবে। একজন একটু রান কম দেবে, আরেকজন বেশি দেবে।’
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দলে ছিলেন চার স্পিনার। তাদের মধ্যেও সফলতম তাইজুল। ম্যাচে নিয়েছেন ৭ উইকেট, দ্বিতীয় ইনিংসেই ৬টি। একেবারে সহজ সরল আক্রমণের কৌশলও নয়, যেখানে ব্যাটসম্যানরা উইকেট দিয়ে আসেন। তবে তাইজুল কিন্তু উইকেটের পেছনে ছোটেন না। তিনি এক জায়গায় বল করে যান। সেই সঙ্গে চেষ্টা করেন ব্যাটসম্যান যেন রান তুলতে না পারে। নিজের এই কৌশল নিয়ে তাইজুল বলেন, ‘চারজন বা দুজনের আক্রমণ হোক না কেন, আমি সবসময় রান চেক দিয়ে বল করার চেষ্টা করি। আমি ভালো করার চেষ্টা করেছি। উইকেটের বিষয়টা তো পরে, ওটা কপালের ব্যাপার।’ তবে এতেই সন্তুষ্ট নন তিনি।  নিজের বোলিংয়ে আরো উন্নতির প্রয়োজন বলেও মনে করেন এই স্পিনার। বলেন, ‘আমার কাছে মনে হয় এটায় আরও উন্নতি করা সম্ভব। সেজন্য একটু সময়েরও দরকার। টেস্ট ক্রিকেট আসলে অনেক কঠিন। হয়তো বাইরে থেকে দেখতে এক রকম লাগে, মাঠের মধ্যে কিন্তু পরিস্থিতিটা আলাদা হয়ে যায়। যখন আমরা মাঠে নামি, তখন আমাদের অনেক কিছুই পর্যবেক্ষণ করতে হয়। তাই সময়েরও ব্যাপার আছে।’
অন্যদিকে একের পর এক রেকর্ড গড়ছেন আর ভাঙছেন তাইজুল ইসলাম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার সামনে বিশ্বরেকর্ড ছোঁয়ার হাতছানি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংসে ৩৩ রানে ৬ উইকেট নিয়েছেন তাইজুল। বাংলাদেশের টেস্ট ক্রিকেটে সেরা পাঁচ বোলিং ফিগারের দুটিই এখন তার।  আগেরটি ছিল জিম্বাবুয়ের বিপক্ষে ৩৯ রানে ৮ উইকেট। এখানে শেষ নয়, চট্টগ্রাম টেস্টে আরেকটি রেকর্ড গড়েছেন তাইজুল। এক পঞ্জিকাবর্ষে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেটের রেকর্ডে ছাড়িয়ে গেছেন মোহাম্মদ রফিককে। ২০০৩ সালে রফিকের উইকেট ছিল ৩৩টি। এ বছর এখন পর্যন্ত তাইজুলের শিকার ৪০টি। এখন তার সামনে সুযোগ বিশ্বের ক্রিকেটে এক বছরে সর্বোচ্চ উইকেট শিকারি হওয়ার। কাগিসো রাবাদার ৪৬ উইকেট এ বছর এখন পর্যন্ত সর্বোচ্চ। এছাড়া তার সামনে সুযোগ দেশের টেস্ট ক্রিকেটে তৃতীয় ১০০ উইকেট শিকারি হওয়ার। আর সেটি সবচেয়ে কম টেস্ট খেলে। ২২ টেস্টে এখন তার শিকার ৯৪ উইকেট। বাংলাদেশের হয়ে দ্রুততম ১০০ টেস্ট উইকেটের রেকর্ড সাকিব আল হাসানের, ২৮ টেস্টে। ক্রিকেট ভক্ত ও বোদ্ধারা তার রেকর্ড নিয়ে ভাবছেন। কিন্তু রেকর্ডের চিন্তা মাথায় নেই তাইজুলের। বলেন, ‘আমার মাথায় এত কিছু নেই। সব সময় ভালো বোলিং করার চেষ্টা করি, সেটাই করে যাবো। বরাবরই যে চিন্তা থাকে, সেটাই করে যাবো। উইকেট যদি কপালে থাকে, আসবে। আসলে ভালো বল করলে উইকেট পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমি ভালো বল করার চেষ্টাটাই করব।’  
দারুণ ফর্মে আছেন। অনেকেই তাকে ভাবছেন সাকিবের বিকল্প হিসেবে। কিন্তু নিজের সঙ্গে সাকিবের তুলনা করতে রাজি নন তিনি। তাইজুল বলেন, ‘আসলে আমাদের এশিয়ায় বলেন, বা বাইরে, সাকিব ভাইয়ের সঙ্গে কারো তুলনা করা যায় না। তারপর সাকিব ভাই থাকার পরও যখন আমি উইকেট পাই, তখন অনেক ভালো লাগে। মনে হয়, সাকিব ভাইয়ের মতো হয়তো হতে পারবো না, তবে একদিন কাছাকাছি অন্তত যেতে পারব। সাকিব ভাই একজনই, উনার তুলনা আসলে কারও সঙ্গে হয় না।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status