এক্সক্লুসিভ

নৌকায় উঠতে চান বি. চৌধুরী

স্টাফ রিপোর্টার

১৬ নভেম্বর ২০১৮, শুক্রবার, ১:১৮ পূর্বাহ্ন

দলীয় প্রতীক কুলা নিয়ে নির্বাচন করবে ডা. বদরুদ্দোজা চৌধুরীর বিকল্প ধারা বাংলাদেশ। পাশাপাশি মহাজোটে অন্তর্ভুক্ত হলে দলটির কিছু নেতা নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবেন। গতকাল নির্বাচন কমিশনকে দেয়া এক চিঠিতে নির্বাচনী প্রতীক নিয়ে দলীয় অবস্থানের কথা জানিয়েছে যুক্তফ্রন্ট। বৃহস্পতিবার ছিল জোটগতভাবে নির্বাচনী প্রতীক ব্যবহারের বিষয়ে নির্বাচন কমিশনকে অবহিত করার শেষ দিন।

কিন্তু মহাজোটে যোগ দেয়া নিশ্চিত না হওয়ায় প্রথমে গতকাল সকালে কমিশনের কাছে সময় বাড়ানোর অনুরোধ করেন যুক্তফ্রন্ট চেয়ারম্যান ও বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী। নির্বাচনী জোটের প্রতীক বরাদ্দের সময়সীমা ১০ দিন বাড়িয়ে ২৬শে নভেম্বর করার অনুরোধ জানিয়ে সিইসিকে চিঠি দেন তিনি। চিঠিতে বলা হয়, আগামী জাতীয় সংসদ নির্বাচনের পুনঃতফসিলের পর জোটের প্রতীক বরাদ্দ সংক্রান্ত বিষয়টি অবহিত করার সময়সীমা ১৫ই নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

যুক্তফ্রন্টসহ অন্যান্য রাজনৈতিক দলের দাবির পরিপ্রেক্ষিতে নির্বাচন এক সপ্তাহ পিছিয়ে দিয়ে পুনঃতফসিল করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। যুক্তফ্রন্ট এখনো জোট সম্প্রসারণের কাজ চালিয়ে যাচ্ছে, তাই নির্বাচনী জোটের প্রতীক বরাদ্দের ব্যাপারে আপনাদের দেয়া সময়সীমা বৃদ্ধি করা যৌক্তিক ও প্রয়োজন। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এবং জোটভুক্ত দলসমূহের সম্প্রসারণের কার্যক্রম নির্বিঘেœ শেষ করতে নির্বাচনী জোটের প্রতীক বরাদ্দের সময়সীমা ১০ দিন বাড়িয়ে ২৬শে নভেম্বর পুনর্নির্ধারণের জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ করছি। কিন্তু বিকালে সাংবাদিকদের ব্রিফিংয়ে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ জানান, আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা নিয়ে যেসব দল নির্বাচন করবে সেই তালিকায় জাতীয় পার্টি ও বিকল্পধারা নেই।

এর ঠিক ঘণ্টাখানেক পর বিকল্পধারার সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক আরেকটি চিঠি নিয়ে আসেন ইসিতে। বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশের বিধান অনুসারে বিকল্পধারার প্রার্থীরা কুলা প্রতীক নিয়ে নির্বাচন করবে। অপরদিকে ১৪ দলের সঙ্গে মহাজোট সম্প্রসারণ বিষয়ে আলোচনা এখনও চলছে। বিকল্পধারা মহাজোটে অংশগ্রহণ করলে সেই পরিপ্রেক্ষিতে যুক্তফ্রন্ট ও বিকল্পধারার কিছু প্রার্থী ক্ষেত্র বিশেষে নৌকা প্রতীকে নির্বাচন করবে।

উল্লেখ্য, গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ধারা-২০-এর (১)-এর (এ) বিধান অনুযায়ী, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক একাধিক নিবন্ধিত রাজনৈতিক দল মিলে নির্বাচনী জোট গঠন করলে এ জোটের যেকোনো একটি দলের প্রতীক জোটভুক্ত প্রার্থীদের বরাদ্দ করা যাবে। এ ধরনের প্রতীক পেতে হলে জোটকে নির্বাচনী তফসিল ঘোষণার তিনদিনের মধ্যে ইসি বরাবর আবেদন করতে হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status