বিনোদন

শুরু হলো ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎসব

ফয়সাল রাব্বিকীন

১৬ নভেম্বর ২০১৮, শুক্রবার, ১:১৩ পূর্বাহ্ন

ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎসব ২০১৮ এর পর্দা উঠলো গতকাল সন্ধ্যায়। রাজধানীর আর্মি  স্টেডিয়ামে ফের শুরু হলো  লোকসংগীতের মিলনমেলা। সান ফাউন্ডেশনের উদ্যোগে ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট ২০১৮’-এর চতুর্থ আসর এটি। এবারও তিনদিনব্যাপী উৎসবটি অনুষ্ঠিত হচ্ছে। প্রতিবারের মতো এবারও দর্শক বিনামূল্যে শুধুমাত্র অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে অনুষ্ঠানটি সরাসরি উপভোগ করতে পারছেন। গতকাল উৎসবের শুরুর দিন দুপুর  থেকেই শ্রোতা-দর্শকদের লম্বা লাইন চোখে পড়ে স্টেডিয়াম প্রাঙ্গণে। উৎসবের প্রথম দিন শুরুতেই ভাবনা নৃত্যদল মঞ্চ মাতিয়ে যায়। এ দলটির নৃত্যের তালে তালে পর্দা ওঠে এবারের আসরের। দলটির প্রধান সামিনা  হোসেন প্রিমার পরিচালনায় ৫৩ জন নৃত্যশিল্পী নৃত্য পরিবেশন করেন একসঙ্গে। ‘সোহাগ চাঁদ বদনী’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন তারা। এরপর ছিল  রাঙ্গামাটি অঞ্চলের নৃত্য। এরপর মঞ্চে আসেন আবদুল হাই দেওয়ান। এসেই আর্মি  স্টেডিয়ামের দর্শকদের মুগ্ধ করলেন।  এখানে ‘তোর লাগিয়া’, ‘ভালোবাসিয়ারে বন্ধু’, ‘বন্ধুরে তোর জ্বালায় বাঁচিনা’ এমনই বেশকিছু শেকড়ের গানে সুরের মূর্ছনা ছড়িয়েছেন তিনি। এরপর একে একে মঞ্চে এসে নিজেদের পরিবেশনা দিয়ে  শ্রোতা-দর্শকদের মুগ্ধ করেন দিকান্দা (পোল্যান্ড), ওয়াদালি ব্রাদার্স এবং সাত্যকি ব্যানার্জি (ভারত)। এবার বাংলাদেশ সহ বিশ্বের ৭টি দেশ থেকে ১৭৪ জন শিল্পী এই উৎসবে নিজেদের পরিবেশনা নিয়ে উপস্থিত থাকবেন। আসরের উল্লেখযোগ্য শিল্পীরা হলেনÑ বাংলাদেশের মমতাজ বেগম, বাউল আব্দুল হাই দেওয়ান, বাউল কবির শাহ, অর্ণব, নকশীকাঁথা, স্বরব্যঞ্জো ও ভাবনা নৃত্য দল। ভারত থেকে ওয়াদালি ব্রাদার্স, রাঘু দীক্ষিত, সাত্যকি ব্যানার্জি, পাকিস্তান  থেকে শাফকাত আমানাত আলী, বাহরাইন থেকে মাজায, যুক্তরাষ্ট্র  থেকে গ্র্যামি বিজয়ী লসটেক্সমেনিয়াক্স, পোল্যান্ড  থেকে দিকান্দা এবং স্পেন থেকে লাস মিগাস সংগীত পরিবেশন করবেন। অনুষ্ঠানটির টেলিভিশন সম্প্রচারের দায়িত্বে থাকবে মাছরাঙা টেলিভিশন। এ ছাড়াও গ্রামীণফোনের অনলাইন, ভিডিও স্ট্রিমিং সার্ভিস-বায়োস্কোপ লাইভে থাকবে অনুষ্ঠানটি লাইভ  দেখার সুযোগ। ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট, আন্তর্জাতিক লোকসংগীত উৎসব ২০১৮’-এর টাইটেল স্পন্সর  মেরিল, পাওয়ার্ড বাই ঢাকা ব্যাংক লিমিটেড, ইন এসোসিয়েশন উইথ গ্রামীণফোন, সাপোর্টেড বাই রাঁধুনী, পিআর পার্টনার মিডিয়াকম, মেডিকেল পার্টনার স্কয়ার হসপিটালস লিমিটেড।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status