খেলা
দ্বিতীয় দিন শেষে ৪৯৭ রানে পিছিয়ে জিম্বাবুয়ে
৫২২ রানে ইনিংস ঘোষণা বাংলাদেশের মুশফিকের ডাবল সেঞ্চুরি
স্পোর্টস ডেস্ক
১২ নভেম্বর ২০১৮, সোমবার, ১১:৪৬ পূর্বাহ্ন

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৫২২/৭ রানে ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দলীয় ২০ রানে প্রথম উইকেট খোয়ায় জিম্বাবুয়ে। ব্যক্তিগত ১৪ রান করে তাইজুল ইসলামের বলে মিরাজের হাতে ধরা পড়েন তিনি। দ্বিতীয় দিনশেষে ৪৯৭ রানে পিছিয়ে রয়েছে জিম্বাবুয়ে। ব্যাট হাতে দুর্দান্ত নৈপুন্য দেখিয়েছেন মুশফিকুর রহীম। টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয় বারের মতো ডাবল হানড্রেড করলেন তিনি। ব্যক্তিগত ২১৯ রানে মুশফিক ও মেহেদী হাসান ৬৮ রানে অপরাজিত থাকেন। এর আগে ব্যাটিংয়ে নেমে মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ অর্ধশত রানের জুটি গড়েন। পরে রিয়াদ ৩৬ ও আরিফুল হক ৪ রানে আউট হন। এর আগে মিরপুর শেরে বাংলায় সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন মুমিনুল হক ও মুশফিকুর রহিমের জোড়া সেঞ্চুরিতে ৫ উইকেট হারিয়ে ৩০৩ রান করে টাইগাররা। টেস্ট ক্যারিয়ারে সপ্তম সেঞ্চুরির পর ১৬১ রানে বিদায় নেন মুমিনুল। তবে পুরোপুরি টেস্ট মেজাজে খেলতে থাকা মুশফিক ষষ্ঠ সেঞ্চুরি করে ১১১ রানে অপরাজিত থাকেন। এর আগে সিলেটে সিরিজের প্রথম টেস্টে বড় ব্যবধানে জিতে দুই ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে রয়েছে সফরকারী জিম্বাবুয়ে।