খেলা

চার ম্যাচ পর জিম্বাবুয়ের বিপক্ষে হার

স্পোর্টস ডেস্ক

৬ নভেম্বর ২০১৮, মঙ্গলবার, ২:৩৮ পূর্বাহ্ন

টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে টানা চার ম্যাচ জয়ের পর হার দেখলো বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অভিষেক টেস্টে ১৫১ রানের জয়ে সিরিজে এগিয়ে গেল সফরকারীরা। টেস্টে মুখোমুখি লড়াইয়ে জিম্বাবুয়ের সঙ্গে সমঅবস্থানে আসার সুযোগ ছিল বাংলাদেশের। এ নিয়ে ১৫ বারের দেখায় ৭ ম্যাচে জিম্বাবুয়ে ও ৫ টেস্টে জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা। ড্র হয় ৩ ম্যাচ। এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ সবশেষ টেস্ট হারে পাঁচ বছর আগে। ২০১৩ সালের এপ্রিলে হারারে টেস্টে ৩৩৫ রানে হার দেখে বাংলাদেশ। ওই সিরিজেই দ্বিতীয় ও শেষ টেস্টে ১৪৩ রানের জয়ে সমতায় ফেরে টাইগাররা। এরপর নিজ মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টানা তিন টেস্টে জয় কুড়ায় বাংলাদেশ। ২০১৪ সালের অক্টোবরে বাংলাদেশ সফরে এসে তিন ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয় জিম্বাবুয়ে। ঢাকায় তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে জিম্বাবুয়েকে ৩ উইকেটে হারায় বাংলাদেশ। নভেম্বরে খুলনায় ১৬২ রানে জয়ের পর চট্টগ্রামে ১৮৬ রানের জয়ে ৩-০ তে সিরিজ জিতে নেয় টাইগাররা। সবশেষ জিম্বাবুয়ের বিপক্ষে টানা পাঁচ টেস্ট জয়ের লক্ষ্যে দুই ইনিংসেই ব্যাটিং বিপর্যয়ের খেসারত দেয় বাংলাদেশ। ৩২১ রানের লক্ষ্যে ১৬৯ রানে গুটিয়ে যায় দ্বিতীয় ইনিংস। এর আগে প্রথম ইনিংসে জিম্বাবুয়ের ২৮২ রানের জবাবে ১৪৩ রানে অলআউট হয় মাহমুদুল্লাহ রিয়াদের দল। আগামী ১১ই নভেম্বর ঢাকায় দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status