যুক্তরাষ্ট্র-কানাডা

‘ফাস্টফুড জেনারেশন দেখিয়ে দিল দায়িত্ববোধের কথা’

আমিমুল আহসান তানিম, লন্ডন

২০১৮-১০-২৬

বৃহস্পতিবার সন্ধ্যাটি ছিল সাংবাদিক পীর হাবীব এবং বিলেতের বাংলা পাড়ার সাংবাদিকদের মিলনমেলার একটি দিন। বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক গুণী এই সাংবাদিককে ঘিরে আড্ডাটি ছিল উচ্ছল এবং প্রাণবন্ত। লন্ডন বাংলা প্রেস ক্লাবের আয়োজনে অনুষ্টিত উক্ত অনুষ্টানটি পরিচালনা করেন সংগঠনের  সহ সভাপতি মাহবুবুর রহমান এবং সভাপতিত্ব করেন লন্ডনবাংলা প্রেস ক্লাবের সভাপতি নাহাস পাশা। লন্ডনের বাংলা মিডিয়ার প্রতিনিধিত্বশীল সুধীজনদের উপস্থিতিতে শুরুতেই বক্তব্য রাখেন পীর হাবিবুর রহমান।

তিনি কথা বলেন, বাংলাদেশের সম্ভাবনা এবং সমস্যা নিয়ে, কথা বলতে গিয়ে কখনো প্রকাশ করেন উচ্ছ্বাস আবার কখনো হতাশা। বলেন, সব বাধা অতিক্রম করে একদিন ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। দাবি আদায়ে ছাত্রদের দ্বারা সংগঠিত দুটি আন্দোলন তাকে আবারও আত্মবিশ্বাসী করে তুলেছে। তিনি বলেন, আমরা ৭১-এ পেরেছিলাম ৯০-এ পেরেছিলাম আবার ২০১৮-তে পারলাম দল এবং মত কে পিছনে রেখে এক হতে? তিনি বলেন যাদেরকে আমরা ফাস্টফুড জেনারেশন মনে করতাম তারাই শক্ত ভাবে দেখিয়ে দিলো নিজেদের দায়িত্ব¡বোধের জায়গা থেকে।

একজন সাংবাদিকের প্রশ্ন ছিল তাঁর কাছে ‘জীবনে কোন জিনিসটি এখনো করতে পারেননি বলে মনে করেন, ‘উত্তরে পীর হাবিব বললেন ‘মনের মতো করে একটি পত্রিকা ,আমি যেভাবে চাই সেইভাবে। সেটা পারিনি আর হয়তো কোনোদিন পারব না এই দল বাজির দেশে।’
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status