খেলা

রোনালদোর নৈপুণ্যে জুভেন্টাসের জয়

স্পোর্টস ডেস্ক

২৪ সেপ্টেম্বর ২০১৮, সোমবার, ১২:১০ অপরাহ্ন

ক্রিস্টিয়ানো রোনালদোর নৈপুন্যে জয় পেয়েছে জুভেন্টাস। গতকাল ইতালিয়ান সিরি আ’তে প্রেসিনোনেকে ২-০ গোলে হারায় তারা। পাঁচ ম্যাচের সবগুলো জিতে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে টানা সাতবারের চ্যাম্পিয়নরা। এদিন প্রতিপক্ষের মাঠে ম্যাচের অষ্টম মিনিটে এগিয়ে যেতে পারত জুভেন্টাস। ডান দিক থেকে হুয়ান কুয়াদরাদোর বাড়ানো ক্রস মানজুকিচ হেড করে নামিয়ে দেয়ার পর রোনালদোর শট গোলরক্ষককের গ্লাভস ছুঁয়ে জালের দিকে যাচ্ছিল। শেষ মুহূর্তে গোললাইনের একটু ওপর থেকে ফেরান ডিফেন্ডার কাপুয়ানো।

১৬তম মিনিটে সতীর্থের বাড়ানো বল বুক দিয়ে নামিয়ে রোনালদো শট নিলেও বল ঠিকানা খুঁজে পায়নি। চার মিনিট পর রোনালদোর পোস্টে নেয়া জোরালো শট ফিরিয়ে দেন ফ্রোসিনোনের গোলরক্ষক। ৫৮তম মিনিটে রোনালদোর আরেকটি প্রচেষ্টা ক্রসবারের ওপর দিয়ে উড়ে যায়। চার মিনিট পর রোনালদোর ব্যাক হিল ফিরিয়ে জুভেন্টাসের হতাশা আরও বাড়ান গোলরক্ষক। ৭০তম মিনিটে মানজুকিচের হেড ওপরের জাল কাঁপায়।

৮১তম মিনিটে বাঁ পায়ের শটে কাঙ্খিত গোল এনে দেন রোনালদো। মিরালেম পিয়ানিচের শট একজনের পায়ে লেগে ফিরে আসায় ফাঁকায় পেয়ে নিখুঁত শটে গোলরক্ষককে পরাস্ত করেন এই পর্তুগিজ ফরোয়ার্ড। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে প্রতিপক্ষের ভুলে বল পেয়ে রোনালদো বাড়ান বাঁ দিকে থাকা পিয়ানিচকে। বসনিয়ার এই মিডফিল্ডারের বাড়ানো ক্রস নিয়ন্ত্রণে নিয়ে দলের দ্বিতীয় গোলটি করেন বার্নারদোস্কি। রোববার রাতে তোরিনোর মাঠ থেকে ৩-১ গোলের জয় নিয়ে ফেরা নাপোলি ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। সাম্পদোরিয়ার মাঠ থেকে ১-০ গোলের জয় নিয়ে ফিরেছে ইন্টার মিলান। অন্যদিকে সান সিরোতে আতালান্তার সঙ্গে ২-২ ড্র করেছে এসি মিলান। ইন্টার নবম ও এসি মিলান ১৩তম স্থানে রয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status