শেষের পাতা

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি ড. কামালের

স্টাফ রিপোর্টার

২৪ সেপ্টেম্বর ২০১৮, সোমবার, ১০:১৮ পূর্বাহ্ন

জাতীয় সংসদে পাস হওয়া ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানিয়েছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। গতকাল দলের কেন্দ্রীয় কমিটির সভা থেকে এ দাবি জানান তিনি। পুলিশকে পরোয়ানা ছাড়া কোনো ব্যক্তিকে গ্রেপ্তার ও তল্লাশির ক্ষমতা দিয়ে করা এই আইনের তীব্র নিন্দা জানানো হয় বৈঠক থেকে। বৈঠকে দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এর আগে রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা ভৌতিক মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছিলেন ড. কামাল। সাংবাদিক অংশীজনসহ বিভিন্ন মহলে তীব্র প্রতিবাদের মধ্যেই জাতীয় সংসদে পাস হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইন। এই আইন গণমাধ্যমের স্বাধীনতা, মত প্রকাশের অধিকারের বিরোধী বলে অভিমত দিয়ে আসছেন এই আইনের বিরোধীরা। আইনটি পাস হওয়ার প্রতিবাদে আগামী ২৯শে সেপ্টেম্বর মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছেন সংবাদপত্র সম্পাদকদের সংগঠন এডিটরস কাউন্সিল।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status