শেষের পাতা

কথিত বাংলাদেশি অভিবাসীদের ‘উইপোকা’ বললেন অমিত শাহ

মানবজমিন ডেস্ক

২৪ সেপ্টেম্বর ২০১৮, সোমবার, ১০:১২ পূর্বাহ্ন

বাংলাদেশি অভিবাসীদের উইপোকার (টারমাইটস) সঙ্গে তুলনা করেছেন ভারতে ক্ষমতাসীন দল বিজেপির সভাপতি অমিত শাহ। একই সময়ে তিনি ভোটার তালিকা থেকে তাদের প্রত্যেকের নাম বাদ দেয়ারও ঘোষণা দিয়েছেন। শনিবার রাজস্থানের সাবাই মাধোপুরে এক জনসভায় এ ঘোষণা দেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই। অমিত শাহ সম্প্রতি আসামে প্রকাশিত খসড়া নাগরিকপঞ্জি (এনআরসি)’র উল্লেখ করে বলেন, বিজেপি সরকার প্রায় ৪০ লাখ অবৈধ অভিবাসীকে শনাক্ত করেছে। তিনি রাজস্থানে ক্ষমতায় থাকা বিজেপি সরকারকে অনড় ‘অঙ্গদ কা পা’ বলে উল্লেখ করেন। রামায়ণের একটি চরিত্রের উল্লেখ করে তিনি এমনটা বলেন।

ওই চরিত্রে রাবনের পা পর্যন্ত কেউ নড়াতে পারে না। তাই রাজস্থানে ক্ষমতায় থাকা বিজেপিকে তেমন অনড় অবস্থানে বলে উল্লেখ করেন তিনি। এ সময় তিনি বিরোধী দল কংগ্রেসের সমালোচনা করেন। বলেন, কংগ্রেস দেশের ভালোর জন্য কিছুই করতে পারে না। এর কারণ, এ দলে একজন নেতাও নেই। তাদের নীতি বা পলিসিও নেই। তিনি কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে ‘রাহুল বাবা’ উল্লেখ করে বলেন, তিনি যখন বিজেপি কি কাজ করেছে সেই খবর নিচ্ছিলেন তখন জনগণ তাকে বলতে চেয়েছে, তার পরিবারের চার প্রজন্ম কী করেছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status