শেষের পাতা

সরকারি হাইস্কুলে পদোন্নতি পাচ্ছেন সাড়ে ৫ হাজার শিক্ষক

স্টাফ রিপোর্টার

২৪ সেপ্টেম্বর ২০১৮, সোমবার, ১০:০৯ পূর্বাহ্ন

সরকারি হাইস্কুলে বড় পদোন্নতি আসছে। সাড়ে ৫ হাজার সহকারী শিক্ষককে প্রথমবারের মতো সিনিয়র সহকারী শিক্ষক পদে পদোন্নতি দেয়া হচ্ছে। শিগগিরই এ পদে পদোন্নতির জন্য পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) কাছে সুপারিশ পাঠাবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। চলতি মাসে সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার পদে ৪২০ জনের পদোন্নতি পর বঞ্চিত শিক্ষকদের এ পদে পদোন্নতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ ব্যাপারে মাউশির পরিচালক (মাধ্যমিক) প্রফেসর আবদুল মান্নান বলেন, সরকারি হাইস্কুলে শিক্ষক দীর্ঘদিন ধরে পদোন্নতি বঞ্চিত। পদোন্নতি যোগ্য হওয়ার পরও প্রচুর শিক্ষকের পদোন্নতি দেয়া সম্ভব হয়নি। সরকারি হাইস্কুলের শিক্ষকদের নতুন চাকরি বিধিমালায় সিনিয়র শিক্ষকের পদ সৃষ্টি করা হয়েছে।

সাড়ে পাঁচ হাজার সিনিয়র শিক্ষক পদে পদোন্নতি দিতে শিগগিরই মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে। তাদের এসিআর যাচাই-বাছাই করে জ্যেষ্ঠতা নির্ধারণ করা হবে। এসিআর সংগ্রহ করতে দুই এক-দিনের মধ্যে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের চিঠি দেয়া হবে।

জানা গেছে, গত ১১ই ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয় থেকে সরকারি হাইস্কুলের শিক্ষকদের চাকরি বিধিমালার গেজেট জারি করা হয়েছে। তাতে সিনিয়র শিক্ষকের নতুন পদ সৃষ্টি করা হয়েছে। সহকারী শিক্ষকের মোট পদের ৫০ ভাগ পদোন্নতির মাধ্যমে পূরণ করার কথা বলা হয়েছে। সিনিয়র শিক্ষক পদে পদোন্নতির ক্ষেত্রে সহকারী শিক্ষক পদে অন্তত আট বছর চাকরি করতে হবে। ব্যাচেলর অব অ্যাডুকেশন (বিএড) বা ডিপ্লোমা ইন অ্যাডুকেশন (ডিপ ইন অ্যাডু) বা ব্যাচেলর অব এগ্রিকালচার অ্যাডুকেশন (বি এজ অ্যাডু) ডিগ্রি থাকতে হবে। সহকারী শিক্ষক পদকে চাকরিতে প্রবেশ পদ ধরা হয়েছে। শিক্ষক নিয়োগে শিক্ষা জীবনে কোনো তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না। নতুন চাকরি বিধিমালায় সিনিয়র শিক্ষকরা কীভাবে পদোন্নতি পেয়ে সহকারী প্রধান শিক্ষক হবেন এবং কোন গ্রেডে বেতন-ভাতা পাবেন সে বিষয়ে কোনো নির্দেশনা নেই।

মাউশি মাধ্যমিক শাখার তথ্যানুযায়ী, সদ্য জাতীয়করণসহ সারা দেশে বর্তমানে ৫৩১টি হাইস্কুল রয়েছে। এর মধ্যে পুরাতন সরকারি হাইস্কুলের সংখ্যা ৩১৭টি। নতুন সরকারি করা অনেক স্কুলে পদসৃজন হয়নি। পুরাতন সরকারি হাইস্কুলে ১০৯টি প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। ৪৬৩টি সহকারী প্রধান শিক্ষকের পদ শূন্য থাকলেও গত ১৭ই সেপ্টেম্বর ৪২০ জন সহকারী শিক্ষককে পদোন্নতি দেয়া হয়েছে। এর মধ্যে সহকারী প্রধান শিক্ষক পদে ৩৬৮ জন ও সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা পদে ৫২ জনকে পদোন্নতি দেয়া হয়েছে। পদোন্নতি দেয়ায় বর্তমানে সরকারি হাইস্কুলে ৯ হাজার ৯২৪ জন সহকারী শিক্ষক পদে কর্মরত আছেন। পদ শূন্য রয়েছে ১৯৭৬টি। শূন্য পদে সম্প্রতি পিএসসি ১৩৭৮টি পদে সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

প্রফেসর আবদুল মান্নান আরো বলেন, সিনিয়র শিক্ষক পদে পদোন্নতি কার্যক্রম শেষ হলে সহকারী শিক্ষকের শূন্য পদে আবার নিয়োগ দেয়া হবে। সম্প্রতি পদোন্নতি দেয়া সহকারী শিক্ষকদের প্রমার্জন করে প্রধান শিক্ষক পদে পদোন্নতির চিন্তা-ভাবনা চলছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status