বাংলারজমিন

নেত্রকোনায় সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগে মানববন্ধন

নেত্রকোনা প্রতিনিধি

২৪ সেপ্টেম্বর ২০১৮, সোমবার, ৯:১০ পূর্বাহ্ন

নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়ক সংস্কার কাজে নিম্নমানের ইট, সুড়কি, বালি ব্যবহার ও কাজের মান ভাল না কারার প্রতিবাদে জেলার পূর্বধলার গোয়ালাকান্দা ইউনিয়নবাসীর উদ্যোগে গতকাল রোববার বিকেলে মানববন্ধন, সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনকারীদের অভিযোগ, সড়ক সংস্কারকারী ঠিকাদারী প্রতিষ্ঠান তানভীর কনস্ট্রাকশন এলাকাবাসীর প্রতিবাদের মুখেও সংস্কার কাজের নিম্নমানের সামগ্রী ব্যবহার করছে। বারবার নিষেধ করার পরও তারা কারো কথা শুনছে না। এলাকার কিছু প্রভাবশালী লোকের সহযোগিতায় ঠিকাদারী প্রতিষ্ঠান তাদের কাজ চালিয়ে যাচ্ছে। নেত্রকোনা ময়মনসিংহ সড়কের নারান্দিয়া বাজারে বিকেল তিনটা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য দেন- গোয়ালাকান্দা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক আফসার উদ্দিন আহমেদ সেলিম, সাংগঠনিক সম্পাদক জুয়েল আহমেদ, ছাত্রলীগ নেতা দিদারুল ইসলাম শামীম, রকিবুল ইসলাম, জাহাঙ্গীর আলম মনির প্রমূখ। মানববন্ধন শেষে ১০ মিনিট নেত্রকোনা- ময়মনসিংহ সড়ক অবরোধ করে রাখা হয়। এলাকার নেতৃবৃন্দের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় মানববন্ধকারীরা। নেত্রকোনা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী দিদারুল আলম তরফদার অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, ঠিকাদারী প্রতিষ্ঠনটি ওই এলাকায় সংস্কার কাজে কিছু নিম্নমানের ইট ব্যবহার করতে চেয়েছি। গত বৃহস্পতিবার এলাকাটি পরিদর্শন করে ব্যবহারের জন্য আনা ইট ও সুড়কি বাতিল করা হয়েছে। প্রতিষ্ঠনটিকে ভাল মানের সামগী্র ব্যবহারের নির্দেশ দেয়া হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status