বাংলারজমিন

মৌলভীবাজারে নিরাপদ সড়কের দাবিতে রোড-শো

মৌলভীবাজার প্রতিনিধি

২৪ সেপ্টেম্বর ২০১৮, সোমবার, ৯:০২ পূর্বাহ্ন

‘আইন মেনে চালাব গাড়ি, নিরাপদে ফিরব বাড়ি’- এ স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারে পালিত হয়েছে নিরাপদ সড়কের জন্য রোড শো। গতকাল সকালে জেলা প্রশাসন ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) শহরের চাঁদনীঘাট এলাকায় এ রোড শো’র আয়োজন করে। এ সময় মৌলভীবাজার বিআরটিএ সহকারী পরিচালক হাবিবুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন- মৌলভীবাজার জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. ফজলুল আলী, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ারুল হক, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মো. আজমল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন, সড়ক পরিবহন নেতা সঞ্জিদ কুমার দেব, ট্রাফিক ইন্সপেক্টর মো. সালা উদ্দিন কাজল প্রমুখ। এ সময় বক্তারা বলেন- দিন দিন দেশে জনসংখ্যা বাড়ছে, গাড়ির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু সে পরিমাণে রাস্তা-ঘাট বৃদ্ধি করা যাচ্ছে না। তাই আমাদের সবাইকে রাস্তা পারাপারে সতর্ক থাকতে হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status