বাংলারজমিন

‘মাদক সম্পূর্ণ পরিহার করতে হবে’

ঝালকাঠি প্রতিনিধি

২৪ সেপ্টেম্বর ২০১৮, সোমবার, ৮:২১ পূর্বাহ্ন

মাদককে সম্পূর্ণ পরিহার করার আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, আমাদের দেশের তরুণ সমাজকে ধ্বংস করার জন্য মাদক ঢুকিয়ে দেয়া হচ্ছে। আর এ জন্যই মাদকের ব্যাপারে সরকার জিরো টলারেন্স। গতকাল বেলা ১২টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কিশোর-কিশোরী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এসব কথা বলেন। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে জানিয়ে শিল্পমন্ত্রী বলেন, বাংলাদেশ কারো দয়ায় হয়নি। মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশকে অর্জন করতে হয়েছে। মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিরা কখনোই চায় না বাংলাদেশ এগিয়ে যাক, এ দেশের মানুষ ভালো থাকুক। এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান শিল্পমন্ত্রী। ‘ক্লাবে সংগঠিত করে সমাজের ইতিবাচক পরিবর্তনে কিশোর-কিশোরীদের ক্ষমতায়ন’ শীর্ষক কর্মসূচির আওতায় ঝালকাঠিতে জেলা পর্যায়ে কিশোর-কিশেরী সম্মেলন অনুষ্ঠিত হয়। ঝালকাঠি জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এ সম্মেলনের আয়োজন করে। এ উপলক্ষে সকাল ১১টায় শহরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে র‌্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়। এরপর সেখানে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলন অনুষ্ঠানের উদ্বোধন করেন। জেলা প্রশাসক মো. হামিদুল হক অনুষ্ঠানে সভাপতিত্বে করেন। সম্মেলনকে ঘিরে দিনব্যাপী কিশোর-কিশোরীদের আলোচনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানমালা ও প্রতিযোগিতার পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। জেলার ৩০টি ক্লাবের ৩২ জন করে মোট ৯৬০ কিশোর-কিশোরী সম্মেলনে অংশ নেয়। এ ছাড়া সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, এনজিও কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও অংশ নেয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status