রকমারি

এবার শপিং ইনস্টাগ্রামে

অনলাইন ডেস্ক

২৩ সেপ্টেম্বর ২০১৮, রবিবার, ১০:৪১ পূর্বাহ্ন

ইনস্টাগ্রামে পোস্টের সঙ্গে সঙ্গেই বিভিন্ন ই-কমার্স সাইটের নানা বিজ্ঞাপন জুড়ে থাকে। পোস্টের সঙ্গে জুড়ে থাকা ওই বিজ্ঞাপনের ব্যানারে ক্লিক করে অনায়াসেই ঢুকে পড়া যায় ওই সব ই-কমার্স সাইটে। কখনও আবার খুলে যায় ওই সব ই-কমার্স সাইটের অ্যাপের ডাউনলোড-এর অপশনও। কিন্তু এ বার ইনস্টাগ্রামে যে ফিচারটি যুক্ত হচ্ছে, যেখানে বিভিন্ন ব্র্যান্ড এবং ই-কমার্স সাইটের পণ্য সামগ্রীর কেনাকাটা করা যাবে। ইনস্টাগ্রামে যুক্ত হতে চলেছে নতুন একটি শপিং ট্যাব। সেই ট্যাব খুললেই একটি নতুন পেজে পৌঁছে যাবেন ইউজাররা। ওই ট্যাব-এ বিভিন্ন ব্র্যান্ড এবং ই-কমার্স সাইটের পণ্য সামগ্রী একই সঙ্গে পাওয়া যাবে। এখান থেকেই নিজের ইচ্ছা মতো ব্র্যান্ড ও জিনিস পছন্দ করে নিতে পারবেন ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা। অর্থাৎ, এর পর থেকে অনলাইন শপিংয়ের জন্য আর আলাদা আলাদা ট্যাব ঘাঁটার প্রয়োজনই হবে না।

এ প্রসঙ্গে ফেসবুকের প্রধান কার্যনির্বাহী আধিকারিক শেরিল স্যান্ডবার্গ জানান, বর্তমানে প্রায় ৯ কোটি ইনস্টাগ্রাম ইউজার পণ্য সামগ্রীর বিজ্ঞাপনে ক্লিক করে থাকেন। যা থেকে মোটা অঙ্কের ব্যবসাও করছে ই-কমার্স সাইটগুলি। আর ইনস্টাগ্রামে এই ফিচার যুক্ত হলে যে অনলাইন শপিং প্লাটফর্ম আরও লাভবান হবে বলে তাঁর বিশ্বাস।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status