বিনোদন
অঞ্জলির ‘ফিফটি ফিফটি লাভ’
স্টাফ রিপোর্টার
২০১৮-০৯-১৪
চিত্রনায়িকা অঞ্জলি সাথীর প্রথম ছবি ছিল ‘রূপ গাওয়াল’। এরপর তার অভিনীত ‘অনেক সাধনার পরে’, ‘ফাঁদ’, ‘হৃদয় দোলানো প্রেম’ ছবিগুলো মুক্তি পায়। আজ প্রেক্ষাগৃহে তার অভিনীত নতুন ছবি ‘ফিফটি ফিফটি লাভ’ মুক্তি পাচ্ছে। মধুমতিা চলচ্চিত্রের প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন এ.আর মুকুল নেত্রবাদী। অঞ্জলি সাথী বলেন, এ ছবিতে আমার বিপরীতে শাহরিয়াজ ও আশিক চৌধুরী অভিনয় করেছেন। দারুণ একটি গল্পের ছবি এটি। ছবিতে অরিন, সাদেক বাচ্চু, আমির সিরাজী, রেহেনা জলিসহ আরো অনেক ভালো ভালো শিল্পী অভিনয় করেছেন। আশা করি, এ ছবি দর্শকরা পছন্দ করবেন। জানা যায়, ৫০টির মতো প্রেক্ষাগৃহে আজ ‘ফিফটি ফিফটি লাভ’ মুক্তি পাবে।