বাংলারজমিন
রূপগঞ্জে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত
স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ থেকে
২০১৮-০৯-১২
রূপগঞ্জে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের দাবি ডাকাতি করা মালামাল ভাগাভাগি করতে গিয়ে ডাকাতদের মধ্যে বন্দুকযুদ্ধে সে নিহত হয়েছে। সোমবার রাত ২টার দিকে উপজেলার পূর্বাচল উপ-শহরের ৮ নম্বর সেক্টরে ঘটে এই ঘটনা। রূপগঞ্জ থানার ওসি মনিরুজ্জামান জানান, সোমবার রাত ২টার দিকে পূর্বাচল উপ-শহরের ৮ নং সেক্টরে একদল ডাকাত তাদের ডাকাতি করা মালামাল ভাগাভাগি করতে গিয়ে দুইপক্ষের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটে। গুলির শব্দ শুনে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় দেলোয়ার হোসেন নামে এক ডাকাত সদস্যকে পড়ে থাকতে দেখে। পরে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি শুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। নিহত দেলোয়ার হোসেন রাজধানীর নারিন্দা রোড এলাকার ফুল মিয়ার ছেলে। এ ব্যাপারে রূপগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি আরো জানান।