বাংলারজমিন

মৌলভীবাজারের লেখক মাহফুজুর রহমান আর নেই

মৌলভীবাজার প্রতিনিধি

২০১৮-০৮-২৫

বিশিষ্ট লেখক, লোক গবেষক ও প্রাবন্ধিক মাহফুজুর রহমান আর নেই। তিনি গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে মৌলভীবাজারে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি স্ত্রী, এক পুত্র ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন যাবত তিনি শ্বাসকষ্ট ও ডায়াবেটিস রোগে ভুগছিলেন।
গতকাল সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তার মরদেহ মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানান ও তার সম্পর্কে বক্তব্য রাখেন। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে তার লাশের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শোক বইয়ে স্বাক্ষর করেন বিশিষ্টজনরা। পরে পূর্বঘোষিত সময় অনুযায়ী দুপুর ২টায় মৌলভীবাজার টাউন ঈদগাহ প্রাঙ্গণে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন মৌলভীবাজার জেলা জামে মসজিদের ইমাম মাওলানা শামছুল ইসলাম। নামাজে অংশগ্রহণ করেন মৌলভীবাজার ৪ আসনের এমপি, সাবেক হুইপ উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ, জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আজিজুর রহমানসহ বিভিন্ন রাজনীতিক দলের নেতৃবৃন্দ, লেখক, সাংবাদিক ও সাংস্কৃতিক অঙ্গনের মানুষ। জানাজা শেষে হযরত সৈয়দ শাহ মোস্তফা (র.) মাজার প্রাঙ্গণে তার দাফন সম্পন্ন হয়। লোক গবেষক মাহফুজুর রহমান লোক গবেষণার পাশাপাশি ছিলেন প্রাবন্ধিক, বাংলা একাডেমির তালিকাভুক্ত লেখক, মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ও সাহিত্য সমালোচক। তিনি হেমাঙ্গ বিশ্বাসের উপর একটি সংকলন সম্পাদনা করেন। তার একটি বই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শ্রেণির পাঠ্যভুক্ত। ব্যক্তিগত জীবনে ছিলেন নিভৃতচারী ও সাদামাটা মানুষ। আজীবন পড়াশোনা ও লেখালেখিই ছিল তার জীবনের ব্রত। মাহফুজুর রহমানের গ্রামের বাড়ি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের বাদে সোনাপুর গ্রামে।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status