দেশ বিদেশ
সরকারি হলো আরো ২৭১ কলেজ
স্টাফ রিপোর্টার
২০১৮-০৮-১৩
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি প্রতি উপজেলায় একটি করে সরকারি কলেজ করার অংশ হিসেবে আরো ২৭১টি কলেজ সরকারিকরণ করছে সরকার। গতকাল এ সংক্রান্ত সরকারি আদেশ (জিও) জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। স্বাধীনতার ৪৭ বছরের ইতিহাসে এক সঙ্গে ২৭১টি কলেজ সরকারি করে নতুন ইতিহাস সৃষ্টি করেছে আওয়ামী লীগ সরকার। এ নিয়ে সারা দেশে সরকারি কলেজের সংখ্যা হলো ৫৯৮টি। নতুন করে সরকারি করা কলেজ শিক্ষকদের মর্যাদা হবে নন-ক্যাডার। তবে সরকারি কর্ম কমিশনের মাধ্যমে পরীক্ষা দিয়ে শিক্ষা ক্যাডারভুক্ত হতে পারবেন। এসব কলেজে বৈধভাবে নিয়োগপ্রাপ্ত নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের আত্তীকৃত করা হবে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকারি হওয়ার আভাস পেয়ে অনেক কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুমোদন নিয়ে বিভিন্ন বিষয়ে অনার্স খুলেছে। এছাড়া নতুন বিষয় ও শাখা খুলে বিপুল সংখ্যক শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে। প্রতি শিক্ষকের কাছ থেকে পাঁচ থেকে ছয় লাখ টাকা নেয়া হয়েছে। অর্থের বিনিময়ে ত্বরিত নিয়োগ পাওয়া শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্ত করা হয়নি। তারা চাকরির ভবিষ্যৎ নিয়ে হতাশায় ভুগছেন। এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (কলেজ) ড. মোল্লা জালাল উদ্দিন মানবজমিনকে বলেন, কলেজ জাতীয়করণে প্রধানমন্ত্রীর সম্মতির আগে বৈধভাবে নিয়োগপ্রাপ্তদের চাকরি আত্তীকৃত করা হবে। তবে অবশ্যই অনার্স বা নতুন বিষয় ও শাখা খোলার বৈধতা থাকতে হবে। নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি করায় সেসব প্রতিষ্ঠানের শিক্ষকদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এমপিওভুক্তির সঙ্গে জাতীয়করণের কোনো সম্পর্ক নেই। সরকারিকরণের লক্ষ্যে নিয়োগ নিষেধাজ্ঞা জারির পরে আরো কারো নিয়োগ বৈধতা নেই।
মন্ত্রণালয় সূত্র জানায়, ২০১০ সালে সরকারি স্কুল ও কলেজবিহীন উপজেলায় একটি করে স্কুল ও কলেজ জাতীয়করণের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘোষণার পরিপ্রেক্ষিতে বিভিন্ন সময়ে ৩২৯টি স্কুল ও ৩০১টি কলেজ জাতীয়করণে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী। সম্মতিপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো মাউশির (মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর) কর্মকর্তারা সরজমিন পরিদর্শন করে স্থাবর, অস্থাবর সম্পদ, শিক্ষক-কর্মচারীদের ব্যক্তিগত তথ্যসহ আনুষঙ্গিক সব তথ্য সংগ্রহ করে শিক্ষা মন্ত্রণালয়ে জমা দিয়েছেন। জাতীয়করণের তালিকাভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের সব সম্পত্তি সরকারকে ডিট অব গিফট (দানপত্র) দলিল করে দিয়েছেন প্রতিষ্ঠানের প্রধানরা। স্কুলগুলো ধাপে ধাপে জাতীয়করণ করা হলেও বিসিএস সাধারণ শিক্ষক সমিতির চাপে আটকে যায় কলেজ সরকারিকরণ। সমিতি নতুন সরকারি করা কলেজ শিক্ষকদের নন-ক্যাডার মর্যাদা দিয়ে বিধিমালা জারির দাবিতে ক্লাস বর্জনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে। মন্ত্রণালয় ৩১শে জুলাই নন-ক্যাডার মর্যাদা দিয়ে ‘সরকারিকৃত কলেজ শিক্ষক ও কর্মচারী আত্তীকরণ বিধিমালা-২০১৮’ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এর আগে আত্তীকৃত কলেজ শিক্ষকরা ক্যাডার মর্যাদা পেতেন।
নতুন সরকারি করা কলেজগুলো হলো- ঢাকার সাভার উপজেলার সাভার কলেজ, কেরানীগঞ্জের ইস্পাহানী ডিগ্রি কলেজ, দোহার উপজেলার পদ্মা কলেজ, নবাবগঞ্জের দোহার-নবাবগঞ্জ কলেজ, মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার সিঙ্গাইর ডিগ্রি কলেজ, শিবালয়ের মহাদেবপুর ইউনিয়ন ডিগ্রি কলেজ, হরিরামপুরের বিচারপতি নূরুল ইসলাম মহাবিদ্যালয়, দৌলতপুরের মতিলাল ডিগ্রি কলেজ। নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কদম রসুল কলেজ, সোনারগাঁওয়ের সোনারগাঁও ডিগ্রি কলেজ, রূপগঞ্জের মুড়াপাড়া কলেজ, মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখানের বিক্রমপুর কে বি ডিগ্রি কলেজ, টঙ্গীবাড়ীর বিক্রমপুর টঙ্গীবাড়ী ডিগ্রি কলেজ, লৌহজংয়ের লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজ, গাজীপুরের কাপাসিয়া উপজেলার শহীদ তাজউদ্দীন আহমদ ডিগ্রি কলেজ, শ্রীপুরের শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী কলেজ, কালীগঞ্জের কালীগঞ্জ শ্রমিক কলেজ, নরসিংদীর বেলাবো উপজেলার হোসেন আলী কলেজ, রায়পুরার রায়পুরা কলেজ, মনোহরদী উপজেলার মনোহরদী ডিগ্রি কলেজ, পলাশের পলাশ শিল্পাঞ্চল কলেজ। রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার গোয়ালন্দ কামরুল ইসলাম ডিগ্রি কলেজ, কালুখালীর কালুখালী কলেজ। শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার এমএ রেজা ডিগ্রি কলেজ, গোসাইরহাটের শামসুর রহমান ডিগ্রি কলেজ, ডামুড্যার পূর্ব মাদারীপুর কলেজ, জাজিরার বি কে নগর বঙ্গবন্ধু কলেজ, ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার ভালুকা ডিগ্রি কলেজ, ধোবাউড়ার ধোবাউড়া আদর্শ কলেজ, ত্রিশালের নজরুল কলেজ, হালুয়াঘাটের হালুয়াঘাট শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ, ফুলপুরের ফুলপুর ডিগ্রি কলেজ, তারাকান্দা উপজেলার বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ, নান্দাইলের শহীদ স্মৃতি আদর্শ কলেজ, ফুলবাড়িয়ার বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা মহাবিদ্যালয়, কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার করিমগঞ্জ মহাবিদ্যালয়, তাড়াইলের তাড়াইল মুক্তিযোদ্ধা কলেজ, বাজিতপুরের বাজিতপুর কলেজ, হোসেনপুরের হোসেনপুর ডিগ্রি কলেজ, অষ্টগ্রামের রোটারী ডিগ্রি কলেজ, কটিয়াদীর কটিয়াদী কলেজ, কুলিয়ারচরের কুলিয়ারচর ডিগ্রি কলেজ, নিকলীর মুক্তিযোদ্ধা আদর্শ কলেজ, পাকুন্দিয়ার পাকুন্দিয়া কলেজ, মিঠামইনের মুক্তিযোদ্ধা আব্দুল হক কলেজ। নেত্রকোনা জেলার বারহাট্রা উপজেলার বারহাট্রা কলেজ, খালিয়াজুড়ির কৃষ্ণপুর হাজী আলী আকবর বিশ্ববিদ্যালয় কলেজ, কলমাকান্দার কলমাকান্দা ডিগ্রি কলেজ, কেন্দুয়ার কেন্দুয়া ডিগ্রি কলেজ, পূর্বধলার পূর্বধলা ডিগ্রি কলেজ। টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার শামছুল হক মহাবিদ্যালয়, দেলদুয়ার সৈয়দ মহব্বত আলী ডিগ্রি কলেজ, বাসাইল জোবেদা রুবেয়া মহিলা কলেজ, গোপালপুরের গোপালপুর কলেজ, ঘাটাইল জিবিজি কলেজ, মির্জাপুরের মির্জাপুর কলেজ, মধুপুরের মধুপুর কলেজ, ধনবাড়ীর ধনবাড়ী কলেজ। জামালপুর জেলার দেওয়ানগঞ্জ একে মেমোরিয়াল ডিগ্রি কলেজ, সরিষাবাড়ী বঙ্গবন্ধু কলেজ, ইসলামপুরের ইসলামপুর কলেজ। শেরপুর জেলার নকলা উপজেলার হাজী মামুদ কলেজ, নালিতাবাড়ীর নাজমুল স্মৃতি মহাবিদ্যালয়, ঝিনাইগাতি আদর্শ মহাবিদ্যালয়। চট্টগ্রাম জেলার লোহাগড়া উপজেলার চুনতি মহিলা (ডিগ্রি) কলেজ, সীতাকুণ্ডের সীতাকুণ্ড মহিলা কলেজ, আনোয়ারা উপজেলার আনোয়ারা কলেজ, হাটহাজারীর হাটহাজারী কলেজ, বায়েজীদ আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজ, রাউজানের রাউজান কলেজ, ফটিকছড়ির ফটিকছড়ি বিশ্ববিদ্যালয় কলেজ, বাঁশখালীর আলাওল ডিগ্রি কলেজ, মীরসরাইর নিজামপুর কলেজ, রাঙ্গুনিয়ার রাঙ্গুনিয়া কলেজ। কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার কুতুবদিয়া কলেজ, চকরিয়া জেলার চকরিয়া ডিগ্রি কলেজ, টেকনাফের টেকনাফ ডিগ্রি কলেজ, রামু ডিগ্রি কলেজ, মহেশখালী বঙ্গবন্ধু মহিলা কলেজ। রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি কাচালং ডিগ্রি কলেজ, নানিয়ারচর উপজেলার নানিয়ারচর কলেজ, কাপ্তাইর কর্ণফুলি (ডিগ্রি) কলেজ, কাউখালীর কাউখালী ডিগ্রি কলেজ। খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার দীঘিনালা ডিগ্রি কলেজ, পানছড়ি ডিগ্রি কলেজ, মহালছড়ি কলেজ, মাটিরাঙ্গা ডিগ্রি কলেজ, মানিকছড়ির মানিকছড়ি গিরি মৈত্রী ডিগ্রি কলেজ, গুইমারা কলেজ। বান্দরবান জেলার লামা মাতামুহুরী কলেজ, নাইক্ষ্যংছড়ি হাজী এমএ কালাম ডিগ্রি কলেজ, রুমা সাঙ্গু কলেজ। নোয়াখালী জেলার সোনাইমুড়ি কলেজ। লক্ষ্মীপুর জেলার কমলনগর হাজিরহাট উপকূল কলেজ। ফেনীর দাগনভুঁইয়া ইকবাল মেমোরিয়াল ডিগ্রি কলেজ। কুমিল্লা ব্রা?হ্মণপাড়া বঙ্গবন্ধু কলেজ, বুড়িচংয়ের কালিকাপুর আবদুল মতিন খসরু ডিগ্রি কলেজ, মেঘনার মানিকারচর বঙ্গবন্ধু কলেজ, মনোহরগঞ্জ নীলকান্ত ডিগ্রি কলেজ, চান্দিনার দোল্লাই নোয়াবপুর কলেজ, মুরাদনগর শ্রীকাইল কলেজ, লাঙ্গলকোট হাছান মেমোরিয়াল ডিগ্রি কলেজ, সদর দক্ষিণের লালমাই কলেজ, হোমনা ডিগ্রি কলেজ, তিতাস মেহনাজ হোসেন মীম আদর্শ কলেজ। ব্রা?হ্মণবাড়ীয়ার আখাউড়া শহিদ স্মৃতি ডিগ্রি কলেজ, নাসিরনগর (ডিগ্রি) মহাবিদ্যালয়, বাঞ্ছারামপুর ডিগ্রি কলেজ, সরাইল ডিগ্রি কলেজ, আশুগঞ্জ ফিরোজ মিয়া কলেজ, কসবা আদর্শ মহাবিদ্যালয়। চাঁদপুরের কচুয়া বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ, ফরিদগঞ্জ বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ, মতলব উত্তর ছেংগারচর ডিগ্রি কলেজ, মতলব দক্ষিণের মতলব ডিগ্রি কলেজ, হাইমচর মহাবিদ্যালয়, হাজীগঞ্জ মডেল কলেজ, শাহরাস্তি করফুলেন্নেছা মহিলা কলেজ। সিলেটের গোয়াইনঘাট ডিগ্রি কলেজ, বালাগঞ্জ ডিগ্রি কলেজ, ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজ, গোলাপগঞ্জের ঢাকা দক্ষিণ ডিগ্রি কলেজ, কানাইঘাট ডিগ্রি কলেজ, বিশ্বনাথের বিশ্বনাথ কলেজ, দক্ষিণ সুরমা কলেজ, জৈন্তাপুর ইমরান আহমদ মহিলা কলেজ, ওসমানীনগর গোয়ালাবাজার আদর্শ মহিলা ডিগ্রি কলেজ, সিলেট সদরের মদনমোহন কলেজ। হবিগঞ্জের আজমিরীগঞ্জ ডিগ্রি কলেজ, মাধবপুর শাহজালাল কলেজ, বানিয়াচং জনাব আলী ডিগ্রি কলেজ, নবীগঞ্জ কলেজ, বাহুবল আলিম সোবহান চৌধুরী কলেজ। মৌলভীবাজার জেলার বড়লেখা ডিগ্রি কলেজ, কুলাউড়া ডিগ্রি কলেজ, রাজনগর ডিগ্রি কলেজ, কমলগঞ্জ গণমহাবিদ্যালয়, জুড়ি তৈয়বুন্নেছা খানম একাডেমি ডিগ্রি কলেজ। সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার দিগেন্দ্র বর্মণ ডিগ্রি কলেজ, ছাতক ডিগ্রি কলেজ, দিরাই ডিগ্রি কলেজ, ধর্মপাশা ডিগ্রি কলেজ, দোয়ারাবাজার ডিগ্রি কলেজ, জগন্নাথপুর ডিগ্রি কলেজ, শাল্লা ডিগ্রি কলেজ, জামালগঞ্জ ডিগ্রি কলেজ। রাজশাহী জেলার মোহনপুর ডিগ্রি কলেজ, বাঘা শাহদৌলা ডিগ্রি কলেজ, তানোর আব্দুল করিম সরকার কলেজ, গোদাগাড়ী কলেজ, পবা নওহাটা ডিগ্রি কলেজ, বাঘমারা ভবানীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ, দুর্গাপুর দাওকান্দি ডিগ্রি কলেজ। চাঁপাই নবাবগঞ্জের গোমস্তাপুর রহনপুর ইউসুফ আলী কলেজ, ভোলাহাট মহিলা কলেজ। নাটোর জেলার নলডাংগা শহীদ নজমুল হক ডিগ্রি কলেজ, বাগাতিপাড়া ডিগ্রি কলেজ, বড়াইগ্রাম অনার্স কলেজ। পাবনা জেলার সাঁথিয়া ডিগ্রি কলেজ, চাটমোহর ডিগ্রি কলেজ, বেড়া কলেজ, ভাঙ্গুরা হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজ, আটঘরিয়া মহাবিদ্যালয়, ফরিদপুর মোহাম্মদ ইয়াছিন ডিগ্রি কলেজ, সুজানগর ডা. জহুরুল কামাল ডিগ্রি কলেজ। সিরাজগঞ্জ জেলার কামারখন্দ হাজী কোরাপ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজ, বেলকুচি কলেজ, রায়গঞ্জ বেগম নুরুন নাহার তর্কবাগীশ অনার্স কলেজ। নওগাঁ জেলার ধামুইরহাট এমএম ডিগ্রি কলেজ, পোরশা ডিগ্রি কলেজ, মান্দা মমিন শাহানা ডিগ্রি কলেজ, নিয়ামতপুর কলেজ, আত্রাই মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ, রানীনগর শের-এ-বাংলা (ডিগ্রি) মহাবিদ্যালয়, বগুড়া জেলার কাহালু ডিগ্রি মহাবিদ্যালয়, শিবগঞ্জ এম. এইচ মহাবিদ্যালয়, শেরপুর কলেজ, ধুনট ডিগ্রি কলেজ, সারিয়াকান্দি আব্দুল মান্নান মহিলা কলেজ, নন্দীগ্রাম মহিলা ডিগ্রি কলেজ। জয়পুরহাটের ক্ষেতলাল ছাঈদ আলতাফুন্নেছা কলেজ। রংপুরের পীরগঞ্জ শাহ আব্দুর রউফ কলেজ, গংগাচড়া ডিগ্রি কলেজ, পীরগাছা কলেজ, তারাগঞ্জ ওয়াকফ এস্টেট কলেজ, বদরগঞ্জ ডিগ্রি কলেজ, কাউনিয়া হারাগাছ ডিগ্রি মহাবিদ্যালয়, মিঠাপুকুর পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি ডিগ্রি মহাবিদ্যালয়। নীলফামারী জেলার সৈয়দপুর কলেজ, জলঢাকা ডিগ্রি মহাবিদ্যালয়, কিশোরীগঞ্জ ডিগ্রি কলেজ, ডিমলা মহিলা মহাবিদ্যালয়। গাইবান্ধার ফুলছড়ি ডিগ্রি কলেজ, সাঘাটা বোনারপাড়া ডিগ্রি কলেজ, সাদুল্লাপুর ডিগ্রি কলেজ, সুন্দরগঞ্জ ডি ডব্লিউ ডিগ্রি কলেজ। কুড়িগ্রামের রাজিবপুর ডিগ্রি কলেজ, চিলমারী ডিগ্রি কলেজ, নাগেশ্বরী কলেজ, ভুরুঙ্গামারী ডিগ্রি কলেজ, রৌমারী ডিগ্রি কলেজ, ফুলবাড়ী সাইফুর রহমান মহাবিদ্যালয়, রাজারহাট মীর ইসমাইল হোসেন কলেজ। দিনাজপুর জেলার বিরামপুর কলেজ, নবাবগঞ্জ আফতাবগঞ্জ ডিগ্রি কলেজ, বীরগঞ্জ ডিগ্রি কলেজ, বোচাগঞ্জ সেতাবগঞ্জ ডিগ্রি কলেজ, পার্বতীপুর ডিগ্রি কলেজ, হাকিমপুর ডিগ্রি কলেজ, ঘোড়াঘাট ডিগ্রি কলেজ, চিরিরবন্দর ডিগ্রি কলেজ, বিরল ডিগ্রি কলেজ। লালমনিরহাটের হাতীবান্দা আলিমুদ্দিন ডিগ্রি কলেজ, আদিতমারী ডিগ্রি কলেজ, কালীগঞ্জ করিম উদ্দিন পাবলিক কলেজ। ঠাকুরগাঁও জেলার হরিপুর মোসলেম উদ্দিন মহাবিদ্যালয়। পঞ্চগড়ের বোদার পাথরাজ মহাবিদ্যালয়, তেতুলিয়া ডিগ্রি কলেজ, আটোয়ারী বঙ্গবন্ধু ডাংগীরহাট আদর্শ মহাবিদ্যালয়, দেবীগঞ্জ ডিগ্রি কলেজ। খুলনার ডুমুরিয়া শাহপুর মধুগ্রাম কলেজ, ফুলতলা মহিলা কলেজ, পাইকগাছা কলেজ, তেরখাদা নর্থ খুলনা কলেজ, বটিয়াঘাটা (ডিগ্রি) মহাবিদ্যালয়। যশোরের অভয়নগর নওয়াপাড়া মহাবিদ্যালয়, চৌগাছা ডিগ্রি কলেজ, ঝিকরগাছা শহীদ মশিয়ূর রহমান ডিগ্রি কলেজ, কেশবপুর ডিগ্রি কলেজ, মণিরামপুর ডিগ্রি কলেজ। বাগেরহাটের ফকিরহাট ফজিলাতুননেছা মুজিব মহিলা ডিগ্রি মহাবিদ্যালয়, রামপাল ডিগ্রি কলেজ, চিতলমারী বঙ্গবন্ধু মহিলা ডিগ্রি কলেজ, মোড়েলগঞ্জ সিরাজউদ্দীন মেমোরিয়াল কলেজ, শরণখোলা ডিগ্রি কলেজ, মোল্লাহাট জাতির জনক বঙ্গবন্ধু মহিলা মহাবিদ্যালয়। ঝিনাইদহের কালীগঞ্জ মাহতাব উদ্দীন ডিগ্রি কলেজ। কুষ্টিয়ার খোকসা কলেজ, কুমারখালী কলেজ। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা ডিগ্রি কলেজ, জীবননগর আদর্শ মহিলা ডিগ্রি কলেজ। সাতক্ষীরার দেবহাটা খান বাহাদুর আহছান উল্লাহ কলেজ, কালীগঞ্জ কলেজ। মাগুরার মুহাম্মদপুর বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান কলেজ, শালিখা বিহারীলাল শিকদার মহাবিদ্যালয়, শ্রীপুর ডিগ্রি কলেজ। নড়াইল জেলার কালিয়া শহীদ আবদুস সালাম ডিগ্রি কলেজ। বরিশালের আগৈলঝাড়া শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজ, হিজলা ডিগ্রি কলেজ, মেহেন্দিগঞ্জ পাতারহাট আরসি কলেজ, মুলাদী কলেজ, উজিরপুর শেরেবাংলা ডিগ্রি কলেজ, বাবুগঞ্জ আবুল কালাম ডিগ্রি কলেজ। ভোলার তজুমদ্দিন ডিগ্রি কলেজ, দৌলতখান আবু আবদুল্লাহ কলেজ, বোরহান উদ্দিন আব্দুল জববার কলেজ, মনপুরা ডিগ্রি কলেজ। ঝালকাঠীর কাঠালিয়া তফাজ্জল হোসেন (মানিক মিয়া) ডিগ্রি কলেজ, নলছিটি ডিগ্রি কলেজ, রাজাপুর ডিগ্রি কলেজ। পিরোজপুরে কাউখালী মহাবিদ্যালয়, নাজিরপুর বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মুজিব মহিলা মহাবিদ্যালয়। পটুয়াখালীর দশমিনা আবদুর রসিদ তালুকদার ডিগ্রি কলেজ, গলাচিপা ডিগ্রি কলেজ, মির্জাগঞ্জ সুবিদখালী ডিগ্রি কলেজ, দুমকি জনতা কলেজ, রাঙ্গাবালি কলেজ, কলাপাড়া মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ। বরগুনার তালতলী ডিগ্রি কলেজ, পাথরঘাটা হাজী জালাল উদ্দিন মহিলা ডিগ্রি কলেজ ও বামনা ডিগ্রি কলেজ।
মন্ত্রণালয় সূত্র জানায়, ২০১০ সালে সরকারি স্কুল ও কলেজবিহীন উপজেলায় একটি করে স্কুল ও কলেজ জাতীয়করণের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘোষণার পরিপ্রেক্ষিতে বিভিন্ন সময়ে ৩২৯টি স্কুল ও ৩০১টি কলেজ জাতীয়করণে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী। সম্মতিপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো মাউশির (মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর) কর্মকর্তারা সরজমিন পরিদর্শন করে স্থাবর, অস্থাবর সম্পদ, শিক্ষক-কর্মচারীদের ব্যক্তিগত তথ্যসহ আনুষঙ্গিক সব তথ্য সংগ্রহ করে শিক্ষা মন্ত্রণালয়ে জমা দিয়েছেন। জাতীয়করণের তালিকাভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের সব সম্পত্তি সরকারকে ডিট অব গিফট (দানপত্র) দলিল করে দিয়েছেন প্রতিষ্ঠানের প্রধানরা। স্কুলগুলো ধাপে ধাপে জাতীয়করণ করা হলেও বিসিএস সাধারণ শিক্ষক সমিতির চাপে আটকে যায় কলেজ সরকারিকরণ। সমিতি নতুন সরকারি করা কলেজ শিক্ষকদের নন-ক্যাডার মর্যাদা দিয়ে বিধিমালা জারির দাবিতে ক্লাস বর্জনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে। মন্ত্রণালয় ৩১শে জুলাই নন-ক্যাডার মর্যাদা দিয়ে ‘সরকারিকৃত কলেজ শিক্ষক ও কর্মচারী আত্তীকরণ বিধিমালা-২০১৮’ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এর আগে আত্তীকৃত কলেজ শিক্ষকরা ক্যাডার মর্যাদা পেতেন।
নতুন সরকারি করা কলেজগুলো হলো- ঢাকার সাভার উপজেলার সাভার কলেজ, কেরানীগঞ্জের ইস্পাহানী ডিগ্রি কলেজ, দোহার উপজেলার পদ্মা কলেজ, নবাবগঞ্জের দোহার-নবাবগঞ্জ কলেজ, মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার সিঙ্গাইর ডিগ্রি কলেজ, শিবালয়ের মহাদেবপুর ইউনিয়ন ডিগ্রি কলেজ, হরিরামপুরের বিচারপতি নূরুল ইসলাম মহাবিদ্যালয়, দৌলতপুরের মতিলাল ডিগ্রি কলেজ। নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কদম রসুল কলেজ, সোনারগাঁওয়ের সোনারগাঁও ডিগ্রি কলেজ, রূপগঞ্জের মুড়াপাড়া কলেজ, মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখানের বিক্রমপুর কে বি ডিগ্রি কলেজ, টঙ্গীবাড়ীর বিক্রমপুর টঙ্গীবাড়ী ডিগ্রি কলেজ, লৌহজংয়ের লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজ, গাজীপুরের কাপাসিয়া উপজেলার শহীদ তাজউদ্দীন আহমদ ডিগ্রি কলেজ, শ্রীপুরের শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী কলেজ, কালীগঞ্জের কালীগঞ্জ শ্রমিক কলেজ, নরসিংদীর বেলাবো উপজেলার হোসেন আলী কলেজ, রায়পুরার রায়পুরা কলেজ, মনোহরদী উপজেলার মনোহরদী ডিগ্রি কলেজ, পলাশের পলাশ শিল্পাঞ্চল কলেজ। রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার গোয়ালন্দ কামরুল ইসলাম ডিগ্রি কলেজ, কালুখালীর কালুখালী কলেজ। শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার এমএ রেজা ডিগ্রি কলেজ, গোসাইরহাটের শামসুর রহমান ডিগ্রি কলেজ, ডামুড্যার পূর্ব মাদারীপুর কলেজ, জাজিরার বি কে নগর বঙ্গবন্ধু কলেজ, ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার ভালুকা ডিগ্রি কলেজ, ধোবাউড়ার ধোবাউড়া আদর্শ কলেজ, ত্রিশালের নজরুল কলেজ, হালুয়াঘাটের হালুয়াঘাট শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ, ফুলপুরের ফুলপুর ডিগ্রি কলেজ, তারাকান্দা উপজেলার বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ, নান্দাইলের শহীদ স্মৃতি আদর্শ কলেজ, ফুলবাড়িয়ার বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা মহাবিদ্যালয়, কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার করিমগঞ্জ মহাবিদ্যালয়, তাড়াইলের তাড়াইল মুক্তিযোদ্ধা কলেজ, বাজিতপুরের বাজিতপুর কলেজ, হোসেনপুরের হোসেনপুর ডিগ্রি কলেজ, অষ্টগ্রামের রোটারী ডিগ্রি কলেজ, কটিয়াদীর কটিয়াদী কলেজ, কুলিয়ারচরের কুলিয়ারচর ডিগ্রি কলেজ, নিকলীর মুক্তিযোদ্ধা আদর্শ কলেজ, পাকুন্দিয়ার পাকুন্দিয়া কলেজ, মিঠামইনের মুক্তিযোদ্ধা আব্দুল হক কলেজ। নেত্রকোনা জেলার বারহাট্রা উপজেলার বারহাট্রা কলেজ, খালিয়াজুড়ির কৃষ্ণপুর হাজী আলী আকবর বিশ্ববিদ্যালয় কলেজ, কলমাকান্দার কলমাকান্দা ডিগ্রি কলেজ, কেন্দুয়ার কেন্দুয়া ডিগ্রি কলেজ, পূর্বধলার পূর্বধলা ডিগ্রি কলেজ। টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার শামছুল হক মহাবিদ্যালয়, দেলদুয়ার সৈয়দ মহব্বত আলী ডিগ্রি কলেজ, বাসাইল জোবেদা রুবেয়া মহিলা কলেজ, গোপালপুরের গোপালপুর কলেজ, ঘাটাইল জিবিজি কলেজ, মির্জাপুরের মির্জাপুর কলেজ, মধুপুরের মধুপুর কলেজ, ধনবাড়ীর ধনবাড়ী কলেজ। জামালপুর জেলার দেওয়ানগঞ্জ একে মেমোরিয়াল ডিগ্রি কলেজ, সরিষাবাড়ী বঙ্গবন্ধু কলেজ, ইসলামপুরের ইসলামপুর কলেজ। শেরপুর জেলার নকলা উপজেলার হাজী মামুদ কলেজ, নালিতাবাড়ীর নাজমুল স্মৃতি মহাবিদ্যালয়, ঝিনাইগাতি আদর্শ মহাবিদ্যালয়। চট্টগ্রাম জেলার লোহাগড়া উপজেলার চুনতি মহিলা (ডিগ্রি) কলেজ, সীতাকুণ্ডের সীতাকুণ্ড মহিলা কলেজ, আনোয়ারা উপজেলার আনোয়ারা কলেজ, হাটহাজারীর হাটহাজারী কলেজ, বায়েজীদ আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজ, রাউজানের রাউজান কলেজ, ফটিকছড়ির ফটিকছড়ি বিশ্ববিদ্যালয় কলেজ, বাঁশখালীর আলাওল ডিগ্রি কলেজ, মীরসরাইর নিজামপুর কলেজ, রাঙ্গুনিয়ার রাঙ্গুনিয়া কলেজ। কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার কুতুবদিয়া কলেজ, চকরিয়া জেলার চকরিয়া ডিগ্রি কলেজ, টেকনাফের টেকনাফ ডিগ্রি কলেজ, রামু ডিগ্রি কলেজ, মহেশখালী বঙ্গবন্ধু মহিলা কলেজ। রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি কাচালং ডিগ্রি কলেজ, নানিয়ারচর উপজেলার নানিয়ারচর কলেজ, কাপ্তাইর কর্ণফুলি (ডিগ্রি) কলেজ, কাউখালীর কাউখালী ডিগ্রি কলেজ। খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার দীঘিনালা ডিগ্রি কলেজ, পানছড়ি ডিগ্রি কলেজ, মহালছড়ি কলেজ, মাটিরাঙ্গা ডিগ্রি কলেজ, মানিকছড়ির মানিকছড়ি গিরি মৈত্রী ডিগ্রি কলেজ, গুইমারা কলেজ। বান্দরবান জেলার লামা মাতামুহুরী কলেজ, নাইক্ষ্যংছড়ি হাজী এমএ কালাম ডিগ্রি কলেজ, রুমা সাঙ্গু কলেজ। নোয়াখালী জেলার সোনাইমুড়ি কলেজ। লক্ষ্মীপুর জেলার কমলনগর হাজিরহাট উপকূল কলেজ। ফেনীর দাগনভুঁইয়া ইকবাল মেমোরিয়াল ডিগ্রি কলেজ। কুমিল্লা ব্রা?হ্মণপাড়া বঙ্গবন্ধু কলেজ, বুড়িচংয়ের কালিকাপুর আবদুল মতিন খসরু ডিগ্রি কলেজ, মেঘনার মানিকারচর বঙ্গবন্ধু কলেজ, মনোহরগঞ্জ নীলকান্ত ডিগ্রি কলেজ, চান্দিনার দোল্লাই নোয়াবপুর কলেজ, মুরাদনগর শ্রীকাইল কলেজ, লাঙ্গলকোট হাছান মেমোরিয়াল ডিগ্রি কলেজ, সদর দক্ষিণের লালমাই কলেজ, হোমনা ডিগ্রি কলেজ, তিতাস মেহনাজ হোসেন মীম আদর্শ কলেজ। ব্রা?হ্মণবাড়ীয়ার আখাউড়া শহিদ স্মৃতি ডিগ্রি কলেজ, নাসিরনগর (ডিগ্রি) মহাবিদ্যালয়, বাঞ্ছারামপুর ডিগ্রি কলেজ, সরাইল ডিগ্রি কলেজ, আশুগঞ্জ ফিরোজ মিয়া কলেজ, কসবা আদর্শ মহাবিদ্যালয়। চাঁদপুরের কচুয়া বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ, ফরিদগঞ্জ বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ, মতলব উত্তর ছেংগারচর ডিগ্রি কলেজ, মতলব দক্ষিণের মতলব ডিগ্রি কলেজ, হাইমচর মহাবিদ্যালয়, হাজীগঞ্জ মডেল কলেজ, শাহরাস্তি করফুলেন্নেছা মহিলা কলেজ। সিলেটের গোয়াইনঘাট ডিগ্রি কলেজ, বালাগঞ্জ ডিগ্রি কলেজ, ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজ, গোলাপগঞ্জের ঢাকা দক্ষিণ ডিগ্রি কলেজ, কানাইঘাট ডিগ্রি কলেজ, বিশ্বনাথের বিশ্বনাথ কলেজ, দক্ষিণ সুরমা কলেজ, জৈন্তাপুর ইমরান আহমদ মহিলা কলেজ, ওসমানীনগর গোয়ালাবাজার আদর্শ মহিলা ডিগ্রি কলেজ, সিলেট সদরের মদনমোহন কলেজ। হবিগঞ্জের আজমিরীগঞ্জ ডিগ্রি কলেজ, মাধবপুর শাহজালাল কলেজ, বানিয়াচং জনাব আলী ডিগ্রি কলেজ, নবীগঞ্জ কলেজ, বাহুবল আলিম সোবহান চৌধুরী কলেজ। মৌলভীবাজার জেলার বড়লেখা ডিগ্রি কলেজ, কুলাউড়া ডিগ্রি কলেজ, রাজনগর ডিগ্রি কলেজ, কমলগঞ্জ গণমহাবিদ্যালয়, জুড়ি তৈয়বুন্নেছা খানম একাডেমি ডিগ্রি কলেজ। সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার দিগেন্দ্র বর্মণ ডিগ্রি কলেজ, ছাতক ডিগ্রি কলেজ, দিরাই ডিগ্রি কলেজ, ধর্মপাশা ডিগ্রি কলেজ, দোয়ারাবাজার ডিগ্রি কলেজ, জগন্নাথপুর ডিগ্রি কলেজ, শাল্লা ডিগ্রি কলেজ, জামালগঞ্জ ডিগ্রি কলেজ। রাজশাহী জেলার মোহনপুর ডিগ্রি কলেজ, বাঘা শাহদৌলা ডিগ্রি কলেজ, তানোর আব্দুল করিম সরকার কলেজ, গোদাগাড়ী কলেজ, পবা নওহাটা ডিগ্রি কলেজ, বাঘমারা ভবানীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ, দুর্গাপুর দাওকান্দি ডিগ্রি কলেজ। চাঁপাই নবাবগঞ্জের গোমস্তাপুর রহনপুর ইউসুফ আলী কলেজ, ভোলাহাট মহিলা কলেজ। নাটোর জেলার নলডাংগা শহীদ নজমুল হক ডিগ্রি কলেজ, বাগাতিপাড়া ডিগ্রি কলেজ, বড়াইগ্রাম অনার্স কলেজ। পাবনা জেলার সাঁথিয়া ডিগ্রি কলেজ, চাটমোহর ডিগ্রি কলেজ, বেড়া কলেজ, ভাঙ্গুরা হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজ, আটঘরিয়া মহাবিদ্যালয়, ফরিদপুর মোহাম্মদ ইয়াছিন ডিগ্রি কলেজ, সুজানগর ডা. জহুরুল কামাল ডিগ্রি কলেজ। সিরাজগঞ্জ জেলার কামারখন্দ হাজী কোরাপ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজ, বেলকুচি কলেজ, রায়গঞ্জ বেগম নুরুন নাহার তর্কবাগীশ অনার্স কলেজ। নওগাঁ জেলার ধামুইরহাট এমএম ডিগ্রি কলেজ, পোরশা ডিগ্রি কলেজ, মান্দা মমিন শাহানা ডিগ্রি কলেজ, নিয়ামতপুর কলেজ, আত্রাই মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ, রানীনগর শের-এ-বাংলা (ডিগ্রি) মহাবিদ্যালয়, বগুড়া জেলার কাহালু ডিগ্রি মহাবিদ্যালয়, শিবগঞ্জ এম. এইচ মহাবিদ্যালয়, শেরপুর কলেজ, ধুনট ডিগ্রি কলেজ, সারিয়াকান্দি আব্দুল মান্নান মহিলা কলেজ, নন্দীগ্রাম মহিলা ডিগ্রি কলেজ। জয়পুরহাটের ক্ষেতলাল ছাঈদ আলতাফুন্নেছা কলেজ। রংপুরের পীরগঞ্জ শাহ আব্দুর রউফ কলেজ, গংগাচড়া ডিগ্রি কলেজ, পীরগাছা কলেজ, তারাগঞ্জ ওয়াকফ এস্টেট কলেজ, বদরগঞ্জ ডিগ্রি কলেজ, কাউনিয়া হারাগাছ ডিগ্রি মহাবিদ্যালয়, মিঠাপুকুর পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি ডিগ্রি মহাবিদ্যালয়। নীলফামারী জেলার সৈয়দপুর কলেজ, জলঢাকা ডিগ্রি মহাবিদ্যালয়, কিশোরীগঞ্জ ডিগ্রি কলেজ, ডিমলা মহিলা মহাবিদ্যালয়। গাইবান্ধার ফুলছড়ি ডিগ্রি কলেজ, সাঘাটা বোনারপাড়া ডিগ্রি কলেজ, সাদুল্লাপুর ডিগ্রি কলেজ, সুন্দরগঞ্জ ডি ডব্লিউ ডিগ্রি কলেজ। কুড়িগ্রামের রাজিবপুর ডিগ্রি কলেজ, চিলমারী ডিগ্রি কলেজ, নাগেশ্বরী কলেজ, ভুরুঙ্গামারী ডিগ্রি কলেজ, রৌমারী ডিগ্রি কলেজ, ফুলবাড়ী সাইফুর রহমান মহাবিদ্যালয়, রাজারহাট মীর ইসমাইল হোসেন কলেজ। দিনাজপুর জেলার বিরামপুর কলেজ, নবাবগঞ্জ আফতাবগঞ্জ ডিগ্রি কলেজ, বীরগঞ্জ ডিগ্রি কলেজ, বোচাগঞ্জ সেতাবগঞ্জ ডিগ্রি কলেজ, পার্বতীপুর ডিগ্রি কলেজ, হাকিমপুর ডিগ্রি কলেজ, ঘোড়াঘাট ডিগ্রি কলেজ, চিরিরবন্দর ডিগ্রি কলেজ, বিরল ডিগ্রি কলেজ। লালমনিরহাটের হাতীবান্দা আলিমুদ্দিন ডিগ্রি কলেজ, আদিতমারী ডিগ্রি কলেজ, কালীগঞ্জ করিম উদ্দিন পাবলিক কলেজ। ঠাকুরগাঁও জেলার হরিপুর মোসলেম উদ্দিন মহাবিদ্যালয়। পঞ্চগড়ের বোদার পাথরাজ মহাবিদ্যালয়, তেতুলিয়া ডিগ্রি কলেজ, আটোয়ারী বঙ্গবন্ধু ডাংগীরহাট আদর্শ মহাবিদ্যালয়, দেবীগঞ্জ ডিগ্রি কলেজ। খুলনার ডুমুরিয়া শাহপুর মধুগ্রাম কলেজ, ফুলতলা মহিলা কলেজ, পাইকগাছা কলেজ, তেরখাদা নর্থ খুলনা কলেজ, বটিয়াঘাটা (ডিগ্রি) মহাবিদ্যালয়। যশোরের অভয়নগর নওয়াপাড়া মহাবিদ্যালয়, চৌগাছা ডিগ্রি কলেজ, ঝিকরগাছা শহীদ মশিয়ূর রহমান ডিগ্রি কলেজ, কেশবপুর ডিগ্রি কলেজ, মণিরামপুর ডিগ্রি কলেজ। বাগেরহাটের ফকিরহাট ফজিলাতুননেছা মুজিব মহিলা ডিগ্রি মহাবিদ্যালয়, রামপাল ডিগ্রি কলেজ, চিতলমারী বঙ্গবন্ধু মহিলা ডিগ্রি কলেজ, মোড়েলগঞ্জ সিরাজউদ্দীন মেমোরিয়াল কলেজ, শরণখোলা ডিগ্রি কলেজ, মোল্লাহাট জাতির জনক বঙ্গবন্ধু মহিলা মহাবিদ্যালয়। ঝিনাইদহের কালীগঞ্জ মাহতাব উদ্দীন ডিগ্রি কলেজ। কুষ্টিয়ার খোকসা কলেজ, কুমারখালী কলেজ। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা ডিগ্রি কলেজ, জীবননগর আদর্শ মহিলা ডিগ্রি কলেজ। সাতক্ষীরার দেবহাটা খান বাহাদুর আহছান উল্লাহ কলেজ, কালীগঞ্জ কলেজ। মাগুরার মুহাম্মদপুর বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান কলেজ, শালিখা বিহারীলাল শিকদার মহাবিদ্যালয়, শ্রীপুর ডিগ্রি কলেজ। নড়াইল জেলার কালিয়া শহীদ আবদুস সালাম ডিগ্রি কলেজ। বরিশালের আগৈলঝাড়া শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজ, হিজলা ডিগ্রি কলেজ, মেহেন্দিগঞ্জ পাতারহাট আরসি কলেজ, মুলাদী কলেজ, উজিরপুর শেরেবাংলা ডিগ্রি কলেজ, বাবুগঞ্জ আবুল কালাম ডিগ্রি কলেজ। ভোলার তজুমদ্দিন ডিগ্রি কলেজ, দৌলতখান আবু আবদুল্লাহ কলেজ, বোরহান উদ্দিন আব্দুল জববার কলেজ, মনপুরা ডিগ্রি কলেজ। ঝালকাঠীর কাঠালিয়া তফাজ্জল হোসেন (মানিক মিয়া) ডিগ্রি কলেজ, নলছিটি ডিগ্রি কলেজ, রাজাপুর ডিগ্রি কলেজ। পিরোজপুরে কাউখালী মহাবিদ্যালয়, নাজিরপুর বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মুজিব মহিলা মহাবিদ্যালয়। পটুয়াখালীর দশমিনা আবদুর রসিদ তালুকদার ডিগ্রি কলেজ, গলাচিপা ডিগ্রি কলেজ, মির্জাগঞ্জ সুবিদখালী ডিগ্রি কলেজ, দুমকি জনতা কলেজ, রাঙ্গাবালি কলেজ, কলাপাড়া মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ। বরগুনার তালতলী ডিগ্রি কলেজ, পাথরঘাটা হাজী জালাল উদ্দিন মহিলা ডিগ্রি কলেজ ও বামনা ডিগ্রি কলেজ।