দেশ বিদেশ
রাজধানীর ৫০তম থানা হাতিরঝিল
স্টাফ রিপোর্টার
২০১৮-০৭-০৮
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৫০তম থানা হিসেবে হাতিরঝিল থানার কার্যক্রম শুরু হয়েছে। গতকাল বিকালে মগবাজারের মধুবাগে ফিতা কেটে ও পায়রা উড়িয়ে থানার উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। হাতিরঝিলের পুরো এলাকাসহ রমনা, তেজগাঁও শিল্পাঞ্চল ও রামপুরা থানার কিছু অংশ নিয়ে হাতিরঝিল থানাটি গঠিত হয়েছে। উদ্বোধনের পর থেকেই থানার কার্যক্রম শুরু হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দীন, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, র্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া। উদ্বোধনী অনুষ্ঠানের পর মধুবাগ মাঠে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২০১৭ সালের ২০শে নভেম্বর হাতিরঝিলে নতুন থানা স্থাপনের অনুমোদন দেয় প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। রাজধানীর হাতিরঝিল ও আশপাশের মীরেরটেক, মীরবাগ, মধুবাগ, পূর্ব নয়াটোলা, দক্ষিণ নয়টোলা, মগবাজার ওয়্যারলেস কলোনী, উত্তর নয়াটোলা ২য় বাগ, বড় মগবাজার, দিলু রোড, নিউ ইস্কাটন রোড, পশ্চিম মগবাজার, মধ্য পেয়ারাবাগ, গ্রীনওয়ে, উত্তর নয়াটোলা ১মবাগ, সার্ক ফোয়ারা, হোটেল সোনারগাঁও রোড, বিজিএমইএ ভবন ও লিংক রোডের রেল ক্রসি, বেগুনবাড়ী খাল ও রেইনবো ক্রসিং, তেজকুনি পাড়া, শাহীনবাগ, আরজতপাড়া ও সংলগ্ন এলাকা নিয়ে হাতিরঝিল যাত্রা শুরু করেছে। উত্তরে হাতিরঝিল থানার সীমানা নির্ধারণ করা হয়েছে সার্ক ফোয়ারা ক্রসিং, সোনারগাঁও হোটেল পান্থপথ হয়ে টঙ্গী ডাইভারসন রোড সংযোগস্থল হয়ে হাতিরঝিল লিংক রোডের উত্তর পাশ ঘেঁষে গুলশান ব্রিজ পর্যন্ত। পশ্চিমে সার্ক ফোয়ারা ক্রসিং থেকে বাংলামোটর ক্রসিং পর্যন্ত রাস্তার মাঝ দিয়ে রাস্তার পূর্ব দিকের অংশ। দক্ষিণে বাংলামোটর ক্রসিং থেকে ইস্কাটন রোড হয়ে মগবাজার ক্রসিং হয়ে নিউ সার্কুলার রোড হয়ে মৌচাক ক্রসিং পর্যন্ত রাস্তার মাঝ দিয়ে রাস্তার উত্তর দিকের অংশ। আর পূর্বে মৌচাক ক্রসিং হয়ে মালিবাগ রেল গেট হয়ে রামপুরা ডিআইটি রোড হয়ে রামপুরা ব্রিজ হয়ে প্রগতি সরণির হাতিরঝিল লিংক রোড পর্যন্ত রাস্তার মাঝ দিয়ে পশ্চিম অংশ। এদিকে হাতিরঝিল থানা ডিএমপি’র তেজগাঁও বিভাগের আওতাভুক্ত থাকবে। বর্তমানে এই বিভাগের উপ-কমিশনারের (ডিসি) দায়িত্ব পালন করছেন বিপ্লব কুমার সরকার। তিনি জানান, নতুন এ থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করবেন, আবু মো. ফজলুল করিম, পরিদর্শক (তদন্ত) ইকবাল হোসেন ও পরিদর্শক (অপারেশনস) এসকে খোদা নেওয়াজ। ওসি’র সঙ্গে যোগাযোগের মোবাইল নম্বর ০১৭৬৯-৬৯৫১০০। ইতিমধ্যে হাতিরঝিল থানা ভবন প্রস্তুত ও প্রয়োজনীয় জনবল পদায়ন করা হয়েছে।