বিনোদন
দীপ্ত টিভিতে ‘বিনোদন বিস্ফোরণ’
স্টাফ রিপোর্টার
২৯ জুন ২০১৮, শুক্রবার, ৯:১৮ পূর্বাহ্ন

দুটি ধারাবাহিক নাটক ও ‘সুলতান সুলেমান: কোসেম’র নতুন সিজন নিয়ে দীপ্ত টিভিতে শুরু হচ্ছে ‘বিনোদন বিস্ফোরণ’। ধারাবাহিক দুটি হলো রহমতুল্লাহ তুহিনের ‘নিউইয়র্ক থেকে বলছি’ ও রাজু খানের ‘মধ্যবর্তিনী’। ‘নিউইয়র্ক থেকে বলছি’ ধারাবাহিকটি শুরু হবে আগামীকাল থেকে। প্রচার হবে শনি-বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিট ও রাত ৯টা ৩০ মিনিটে। এটিতে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, শহীদুজ্জামান সেলিম, টনি ডায়েস, ইন্তেখাব দিনার, হিল্লোল, সাবেরি আলম, তারিন, রিচি সোলায়মান, ঈশানা ও জেনিসহ অনেকে।
‘মধ্যবর্তিনী’ শুরু হবে ১৪ই জুলাই। প্রচার শনি-বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ও রাত ৯টায়। এটিতে অভিনয় করেছেন সোহানা সাবা, আনিসুর রহমান মিলন, শারমিন আঁখি, শতাব্দি ওয়াদুদ, ডলি জহুর ও কল্যাণ কোরাইয়া। আসছে ২১শে জুলাই থেকে প্রতি শনি-বৃহস্পতিবার রাত ৭টা ৩০ মিনিট ও রাত ১০টা ৩০ মিনিটে প্রচার শুরু হবে ‘সুলতান সুলেমান: কোসেম’-এর নতুন সিজন। দুই ধারাবাহিক ও ‘সুলতান সুলেমান: কোসেম’-এর নতুন সিজন প্রচার উপলক্ষে গতকাল দীপ্ত টিভি ভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন দীপ্ত টিভির সিইও কাজী উরফী আহমদ, অনুষ্ঠান প্রধান ফুয়াদ চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
‘মধ্যবর্তিনী’ শুরু হবে ১৪ই জুলাই। প্রচার শনি-বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ও রাত ৯টায়। এটিতে অভিনয় করেছেন সোহানা সাবা, আনিসুর রহমান মিলন, শারমিন আঁখি, শতাব্দি ওয়াদুদ, ডলি জহুর ও কল্যাণ কোরাইয়া। আসছে ২১শে জুলাই থেকে প্রতি শনি-বৃহস্পতিবার রাত ৭টা ৩০ মিনিট ও রাত ১০টা ৩০ মিনিটে প্রচার শুরু হবে ‘সুলতান সুলেমান: কোসেম’-এর নতুন সিজন। দুই ধারাবাহিক ও ‘সুলতান সুলেমান: কোসেম’-এর নতুন সিজন প্রচার উপলক্ষে গতকাল দীপ্ত টিভি ভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন দীপ্ত টিভির সিইও কাজী উরফী আহমদ, অনুষ্ঠান প্রধান ফুয়াদ চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।