বিনোদন
‘ছবিটিতে চমক রয়েছে’
কামরুজ্জামান মিলু
২০১৮-০৬-০৩
দেশীয় চলচ্চিত্রের প্রতিষ্ঠিত অভিনেতাদের মধ্যে তিনি একজন। এক সময়কার জনপ্রিয় নায়ক, বর্তমানে খল অভিনেতা হিসেবে রূপালী পর্দা কাঁপাচ্ছেন। নায়ক থেকে খলনায়ক সবক্ষেত্রেই তিনি সফলতার স্বাক্ষর রেখেছেন। তিনি বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় মুখ অমিত হাসান। তার ডাক নাম আজু। ১৯৯০ সালে ছটকু আহমেদ পরিচালিত ‘চেতনা’ ছবিতে অভিনয়ের মধ্যদিয়ে চলচ্চিত্রে তার অভিষেক ঘটে। একক নায়ক হিসেবে মনোয়ার খোকনের ‘জ্যোতি’ ছবি দিয়ে শুরু হয় তার সফলতা। এরপর বিভিন্ন ঘরানার ছবিতে অভিনয় করে বেশ খ্যাতি পান তিনি। গত বছর ‘অন্তর জ্বালা’, ‘রক্ত’, ‘রংবাজ’, ‘নবাব’, ‘বসগিরি’, ‘সুলতানা বিবিয়ানা’সহ বেশকিছু ছবিতে খল চরিত্রে অভিনয় করে দারুণ দর্শকপ্রিয়তা পেয়েছেন। অমিত হাসান বলেন, শাহীন সুমন পরিচালিত ‘ভালোবাসার রং’ ছবির মাধ্যমে আমি প্রথম খলনায়ক চরিত্রে বড় পর্দায় আসি। এরপর খল চরিত্রে এ পর্যন্ত আমার অনেক ছবি মুক্তি পেয়েছে। আমি এখন নিয়মিত খল চরিত্রে অভিনয় করছি। তবে মনের মতো চরিত্র না হলে নিছক মুখ দেখাতে পর্দায় হাজির হচ্ছি না। আমার এন্ট্রির মাধ্যমে ছবির গতি যেন আরো বেড়ে যায় সেই ধরনের গল্পে কাজ করার চেষ্টা করি আমি। সম্প্রতি অমিত হাসান অভিনীত বেশকিছু ছবির কাজ শেষ হয়েছে। এরমধ্যে রয়েছে ইস্পাহানী আরিফ জাহানের ‘নায়ক’, মোস্তাফিজুর রহমান বাবুর ‘বিধ্বস্ত’, শাহ আলম মণ্ডলের ‘সাদা কালো প্রেম’ ইত্যাদি। অমিত হাসান বলেন, এসব ছবিতে ভিন্ন ভিন্ন চরিত্রে আমাকে দেখা যাবে। এরমধ্যে ‘সাদা কালো প্রেম’ ছবির নামটি হয়তো পরিবর্তন হবে। তবে এ ছবিতে নেগেটিভ চরিত্রে আমাকে দর্শকরা দেখতে পাবেন। ‘বিধ্বস্ত’ ছবির কাজও শেষ হয়েছে। এখানেও খল চরিত্রে অভিনয় করেছি। তবে ইস্পাহানী আরিফ জাহানের ‘নায়ক’ ছবিতে আমার চরিত্রটি পজিটিভ। এখানে পরিবারের গল্প থাকছে। স্বামী, স্ত্রী ও এক বোনের গল্প ভীষণভাবে দর্শককে আকৃষ্ট করবে। আমার স্ত্রীর চরিত্রে মৌসুমী অভিনয় করেছেন। আশা করি, ছবিগুলো দর্শকরা পছন্দ করবে। এদিকে গতকাল থেকে কক্সবাজারে ওয়াজেদ আলী সুমনের ‘ক্যাপ্টেন খান’ ছবির শুটিংয়ে যোগ দিয়েছেন অমিত হাসান। এ ছবিতে মিশা সওদাগরও কাজ করছেন। এ বিষয়ে অমিত হাসান বলেন, মিশা সওদাগর এবং আমি দুজনই নেগেটিভ চরিত্রে অভিনয় করছি। তবে দুজনের একসঙ্গে কোনো দৃশ্য নেই। ছবিটিতে চমক রয়েছে। সামনে অমিত হাসান অভিনীত মনতাজুর রহমান আকবরের ‘মাই ডার্লিং’, আবির খান ও রাশিদ শামিমের ‘পোস্টমাস্টার ৭১’, রাজু চৌধুরীর ‘এক মিনিট’সহ বেশকিছু ছবি মুক্তি পাবে। আর ঈদের পর উত্তম আকাশের পরিচালনায় ‘বয়ফ্রেন্ড’ নামে নতুন একটি ছবির কাজ শুরু হবে তার। এ ছবিতেও খল চরিত্রে দর্শক তাকে দেখতে পাবেন। গত এপ্রিলে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে লায়ন্স ক্লাবের ২২তম বার্ষিক জেলা কনভেনশন অনুষ্ঠানে ‘লায়ন্স ক্লাব অব ঢালিউড মুভি’র নাম ঘোষণা করা হয়। এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন অমিত হাসান। এই বিষয়ে তিনি বলেন, চলচ্চিত্রাঙ্গনের শিল্পী, টেকনিশিয়ানসহ অনেকেই অর্থনৈতিকভাবে খারাপ অবস্থায় দিন পার করছেন, মূলত তাদের পাশে থাকবে এই সংগঠন। এখানে মৌসুমী, শাবনূর, লাবনী হাসান, রিনা খান, ওমর সানী, বাপ্পারাজ, সম্রাটসহ অনেকেই সদস্য হিসেবে রয়েছেন। তাদের নিয়ে খুব শিগগিরই ফ্রি আইক্যাম্পসহ নানা কার্যক্রম পালন করার পরিকল্পনা রয়েছে। বর্তমানে তার অভিনয়, ছবির বাজার এবং অনান্য বিষয়ে অমিত হাসান সবশেষে বলেন, আমার প্রত্যেকটি ছবিতে গল্প অনুসারে আমি আলাদা গেটআপ রাখার চেষ্টা করি। আর বহির্বিশ্বে আগে যেমন বাংলা ছবির একটা নাম ছিল, সেটা যেন আবার মানুষের মুখে ফিরে আসে সেটাই শিল্পী হিসেবে আমার চাওয়া থাকবে। আমি নায়ক থেকে বর্তমানে খলনায়ক হিসেবে কাজ করছি। আজীবন অভিনয় করে যেতে চাই। দর্শকদের ভালোবাসা পেতে ভালো কাজ করে যেতে চাই।