বিনোদন

ফের

স্টাফ রিপোর্টার

৩ জুন ২০১৮, রবিবার, ৯:২৮ পূর্বাহ্ন

প্রিন্স মাহমুদ মানেই ঈদ অডিও বাজারে নতুন কোনো চমক। কারণ, গত প্রায় ২৩ বছর ধরেই ধারাবাহিকভাবে ঈদে নিজের কথা-সুর ও সংগীতে নতুন মিশ্র অ্যালবাম উপহার দিয়ে আসছেন এ জনপ্রিয় সুরকার-সংগীত পরিচালক। তার করা প্রায় সব অ্যালবামই ছিল ব্যবসা সফলও। শ্রোতাপ্রিয়তার দিক দিয়ে এখন পর্যন্ত অডিওতে সুরকার-সংগীত পরিচালকদের মধ্যে ধারাবাহিকভাবে সবচেয়ে সফল হলেন প্রিন্স মাহমুদ। এই সুরকার-সংগীত পরিচালক আসছে ঈদেও চমকে ভরা একটি অ্যালবাম নিয়ে হাজির হচ্ছেন। অ্যালবামের নাম ‘প্রিন্স মাহমুদ মিক্সড’। এটি তার ক্যারিয়ারের ৫০তম অ্যালবাম। এই অ্যালবামের সর্বশেষ গান রেকর্ড হলো সম্প্রতি। আর তাতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্‌সি। শিরোনাম ঠিক না হওয়া এ গানটির কথা লিখেছেন জাহিদ আকবর। আর সুর ও সংগীত করেছেন প্রিন্স মাহমুদ। গানটি প্রসঙ্গে তিনি বলেন, আমি আমার স্টাইলেই গানটি করার চেষ্টা করেছি। ন্যান্‌সি বরাবরের মতো গেয়েছে ভালো। আমার বিশ্বাস গানটি সবার ভালো লাগবে। আসলে এবারের অ্যালবামটি আমার ক্যারিয়ারের ৫০তম অ্যালবাম। ভাবতে ভালো লাগছে, এ পর্যন্ত কাজের জন্য কারও কাছে যেতে হয়নি। কাজই আমার কাছে ভালোবেসে এসেছে। এটা একটা বড় প্রশান্তির বিষয়। যতদিন এভাবে করতে পারবো, করে যাবো। ন্যান্‌সি বলেন, ‘প্রিন্স মাহমুদ মিক্সড’ অ্যালবামের সর্বশেষ গানটি রেকর্ড হলো। প্রিন্স মাহমুদ ভাইয়ের গান মানেই বিশেষ কিছু। আমার কাছেও তাই। অনেক ভালো লাগলো গানটি গেয়ে। কথা দিচ্ছি ‘ভুবন ডাঙার হাসি’, ‘নিমন্ত্রণ’ গান দুটির মতো এ গানটিও শ্রোতাদের মন ছুঁয়ে যাবে।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status