বিনোদন
‘সাহসীদের গল্প’ অনুষ্ঠানে শাওন
স্টাফ রিপোর্টার
২০১৮-০৫-২৯
সমাজের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা নানান মানুষের সাহসিকতার গল্প নিয়ে সাজানো নতুন এক অনুষ্ঠান ‘সাহসীদের গল্প’। এই অনুষ্ঠানে অতিথি হিসেবে এসেছেন নির্মাতা, গায়িকা ও অভিনেত্রী মেহের আফরোজ শাওন। এমনটিই জানিয়েছেন অনুষ্ঠানটির পরিচালক জিনাত হোসেন যুথী। তিনি গতকাল মানবজমিনকে জানান, বর্তমান ঘুণে ধরা সমাজে যখন মানুষের মধ্যে স্বার্থপরতা এবং আত্মকেন্দ্রিকতা তীব্রভাবে বিরাজমান, সে সময়টিতে নিঃস্বার্থভাবে সমাজের কল্যাণে কাজ করা মানুষের সংখ্যা খুবই কম। এই মানুষগুলোকে তুলে এনে সমাজের মুখোমুখি করাই এ অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানটির প্রথম পর্ব প্রচার হবে আজ। এ পর্বে মেহের আফরোজ শাওনের সঙ্গে থাকবেন মুক্তিযোদ্ধা শাহজাহান ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বাধন। ড. সৈয়দ শাইখ ইমতিয়াজের অনুষ্ঠান ভাবনা ও উপস্থাপনায় অনুষ্ঠানটি আজ রাত ৮টা ১৫ মিনিটে দেশ টিভিতে প্রচার হবে। প্রযোজনা করেছেন আলমগীর হোসেন।