বিনোদন
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে রেসি
স্টাফ রিপোর্টার
২০১৮-০৫-১৯
ঢাকাই ছবির জনপ্রিয় মুখ মৃদুলা আহমেদ রেসি। এবারই প্রথম একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করছেন এই চিত্রনায়িকা। এর নাম ‘অবহেলা’। গতকাল থেকে উত্তরায় এর দৃশ্যধারণের কাজ শুরু হয়েছে বলে জানান এই অভিনেত্রী। রেসি মানবজমিনকে জানান, এবারই প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করছি। বেশ ভালো একটি গল্প। এটি লিখেছেন মৃত্যুন জয় উৎছাস। আর পরিচালনা করছেন আমাদের চলচ্চিত্রের জনপ্রিয় পরিচালক মনতাজুর রহমান আকবর। আমার বিপরীতে চিত্রনায়ক আমিন খান অভিনয় করছেন। সবমিলে আমার বিশ্বাস, দর্শক এ কাজটি পছন্দ করবেন। বায়েজিদ খানের প্রযোজনায় ‘অবহেলা’ পরিবেশনায় রয়েছে খান এন্টারটেইনমেন্ট।