বিনোদন
‘ক্যাপ্টেন খান’ ছবিতে আশীষ বিদ্যার্থী
স্টাফ রিপোর্টার
১১ মে ২০১৮, শুক্রবার, ৭:০৯ পূর্বাহ্ন

বলিউডের শক্তিমান অভিনেতা আশীষ বিদ্যার্থী। এর আগেও বাংলাদেশের বেশকিছু ছবিতে তিনি অভিনয় করেছেন। এবার ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘ক্যাপ্টেন খান’ ছবিতে দর্শক তাকে দেখতে পাবেন। ঢালিউড কিং শাকিব খান ছবির নাম ভূমিকায় অভিনয় করছেন। নির্মাতা ওয়াজেদ আলী সুমন মানবজমিনকে জানান, আসছে ১৩ই মে থেকে এ ছবির শেষ অংশের কাজ শুরু হবে। প্রথমে তিনদিন এফডিসিতে এরপর কক্সবাজারে এ ছবির শুটিং করবো। এরইমধ্যে এ ছবিতে অভিনয়ে অংশ নিতে আশীষ বিদ্যার্থী ঢাকায় আসবেন। ছবিটিতে খল চরিত্রে দেখা যাবে তাকে। আশা করি, দর্শক ছবিটি পছন্দ করবেন। আশীষ বিদ্যার্থী ছাড়াও ছবিটিতে খল চরিত্রে আরো অভিনয় করছেন
মিশা সওদাগর, ডন, অমিত হাসান ও শিবা সানু। এ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন শবনম বুবলী। ছবিটির গল্প লিখেছেন কলকাতার পেলে ভট্টাচার্য। গত ২১শে মার্চ এফডিসির ৯নং ফ্লোরে ‘ক্যাপ্টেন খান’-এর মহরত অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, ২০১৫ সালে ওয়াজেদ আলী সুমনের ‘অঙ্গার’ ছবির শুটিংয়ে ঢাকায় এসেছিলেন বলিউড-তামিল-তেলেগু-কলকাতার ছবির দাপুটে অভিনেতা আশীষ বিদ্যার্থী। এছাড়াও যৌথ প্রযোজনার ‘অগ্নি ২’, ‘রক্ত’, ‘ব্ল্যাক’সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন তিনি।
মিশা সওদাগর, ডন, অমিত হাসান ও শিবা সানু। এ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন শবনম বুবলী। ছবিটির গল্প লিখেছেন কলকাতার পেলে ভট্টাচার্য। গত ২১শে মার্চ এফডিসির ৯নং ফ্লোরে ‘ক্যাপ্টেন খান’-এর মহরত অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, ২০১৫ সালে ওয়াজেদ আলী সুমনের ‘অঙ্গার’ ছবির শুটিংয়ে ঢাকায় এসেছিলেন বলিউড-তামিল-তেলেগু-কলকাতার ছবির দাপুটে অভিনেতা আশীষ বিদ্যার্থী। এছাড়াও যৌথ প্রযোজনার ‘অগ্নি ২’, ‘রক্ত’, ‘ব্ল্যাক’সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন তিনি।