বিনোদন
রেসির স্বপ্নপূরণ
স্টাফ রিপোর্টার
২০১৮-০৫-০৬
মৃদুলা আহমেদ রেসি ঢালিউডে বেশকিছু হিট ছবি উপহার দিয়েছেন। কয়েকদিন আগে দৈনিক মানবজমিনের আলাপনে বলেছিলেন কয়েকদিন পরই নতুন পরিচয়ে হাজির হতে যাচ্ছেন তিনি। এবার জানা গেল, নতুন একটি ব্যবসা প্রতিষ্ঠান চালু করতে যাচ্ছেন এই অভিনেত্রী। এ প্রসঙ্গে চিত্রনায়িকা রেসি গতকাল পরিষ্কার করে বলেন, অভিনয় করার সময়ই আমার স্বপ্ন ছিল হয় একটি নাচের স্কুল দিব অথবা একটি বিউটি পার্লার। অবশেষে সেই স্বপ্ন পূরণ হচ্ছে আমার। আসছে রমজানের মধ্যে ‘রেসি হেয়ার অ্যান্ড বিউটি সেলুন’ নামে আমি একটি বিউটি পার্লার দক্ষিণ বনশ্রীর এফ ব্লকে চালু করতে যাচ্ছি। বর্তমানে ডেকারেশনসহ অন্যান্য কাজ করছি। আর আমাকে এই স্বপ্ন পূরণে সহযোগিতা করছে আমার জীবনসঙ্গী পান্থ শাহরিয়ার। আমি সত্যিই অনেক আনন্দিত যে, দীর্ঘদিনের স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে আমার। এই রমজানে রেসির সহশিল্পী, শুভাকাঙ্ক্ষীসহ শোবিজ অঙ্গনের অনেক তারকা উপস্থিত থাকবেন পার্লারের উদ্বোধনী অনুষ্ঠানে। প্রসঙ্গত, ২০০৪ সালে বুলবুল জিলানী পরিচালিত ‘নীল আঁচল’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় নাম লেখান রেসি। এরপর তিনি এফ আই মানিকের ‘এক জবান’, ‘স্বামী ভাগ্য’ এবং মনতাজুর রহমান আকবরের ‘আমার স্বপ্ন আমার অহংকার’সহ প্রায় ৪০টি ছবিতে একের পর এক টানা অভিনয় করেন। তার অভিনীত বেশিরভাগ ছবিই বেশ ভালো ব্যবসা করেছিল।