বিনোদন

এবার ভিন্ন পরিচয়ে

কামরুজ্জামান মিলু

২৯ এপ্রিল ২০১৮, রবিবার, ৮:১৩ পূর্বাহ্ন

চিত্রনায়িকা মৃদুলা আহমেদ রেসি। একসময় টানা হিট ছবি উপহার দিয়েছেন। মাঝে লম্বা সময় বিরতিতে থাকলেও দর্শকের হৃদয়ে তিনি রেসি নামেই আছেন। বিরতির পর ‘শূন্য’ নামের একটি ছবিতে গত বছর অভিনয় করেন। বন্ধন বিশ্বাস পরিচালিত এ ছবিটি গত বছরের মার্চ মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পায়। ছবিতে ওমর সানীর বিপরীতে দর্শক তাকে আবারো বড় পর্দায় দেখেন। তবে এবার ভিন্ন পরিচয়ে দর্শকের সামনে হাজির হবেন বলে আভাস দিলেন তিনি। রেসি মানবজমিনকে বলেন, আমি নতুন একটি ব্যবসা শুরু করার পরিকল্পনা করেছি। খুব শিগগির একটি অনুষ্ঠান করে সবাইকে সেই ব্যবসা সম্পর্কে জানাতে চাই। চিত্রনায়িকা রেসি কি তাহলে চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান খুলবেন? এমন প্রশ্নের মুখে তার জবাব, এটাই তো বড় চমক। কী করতে যাচ্ছি তা এখনই ঘোষণা দিতে চাই না। বলে দিলে তো চমক থাকলো না। তবে সবই মোটামুটি গুছিয়ে ফেলেছি। সকলকে চমকটা দিতে চাই। ২০০৩ সালে গোয়ালিনী- বিনোদন বিচিত্রা চ্যাম্পিয়ন হওয়ার পরই মিডিয়ায় কাজ শুরু করেন দিনাজপুরের মেয়ে রেসি। ২০০৪ সালে বুলবুল জিলানী পরিচালিত ‘নীল আঁচল’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় নাম লেখান তিনি। এরপর রেসি এফ আই মানিকের ‘এক জবান’, ‘স্বামী ভাগ্য’ এবং মনতাজুর রহমান আকবরের ‘আমার স্বপ্ন আমার অহংকার’সহ প্রায় ৩০টি ছবিতে একের পর এক টানা অভিনয় করেন। গত কয়েক বছর যাবৎ চলচ্চিত্রে অভিনয় নিয়মিত না করলেও সময় পেলে এই প্রজন্মের অভিনেতা-অভিনেত্রীদের অভিনয় বড় পর্দায় দেখেন তিনি। সবশেষ গিয়াসউদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ ছবিটি প্রেক্ষাগৃহে গিয়ে দেখেছেন বলে জানান। ছবি দেখার পর নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করে রেসি বলেন, ‘স্বপ্নজাল’ খুব বেশি ভালো লাগেনি। তবে ফজলুর রহমান বাবু এবং পরীমনির অভিনয় ভালো লেগেছে। পরীমনি এ ছবিতে অভিনয়ের সুযোগ পেয়েছে। ছবির মেকিং ভালো হলেও মনে হয়েছে যে, কলকাতার নাটক দেখছি। এটা আমার দৃষ্টি থেকে মন্তব্য করলাম। বর্তমানে ডিজিটাল চলচ্চিত্রে অনেক ভালো গল্প আসার পরও অনেক সময় দর্শক সিনেমা হলে ভিড় করছে না। এটার কারণ কী বলে মনে হয়? রেসি জবাবে বলেন, আমি এর কারণ ঠিক জানি না। তবে আমার কাছে কেন যেন মনে হয়, বর্তমান সময়ের চেয়ে ৩৫ (থার্টি ফাইভ) ক্যামেরার চলচ্চিত্র বেশি ভালো ছিল। বর্তমান সময়ে শাকিব খানের বাইরে আরিফিন শুভ, বাপ্পি, সাইমনসহ অনেক হিরো অভিনয় করছেন। অন্যদিকে বিদ্যা সিনহা মিম, মাহি, পরীমনি, নুসরাত ফারিয়াসহ অনেক নায়িকা নিয়মিত অভিনয় করছেন। কার অভিনয় রেসির ভালো লাগে জানতে চাইলে এক কথায় বললেন, হিরোদের মধ্যে এই প্রজন্মের শুভ, বাপ্পির এবং নায়িকাদের মধ্যে মাহি এবং পরীর অভিনয় আমার ভালো লাগে। ২০১২ সালের ২২শে জুন চট্টগ্রামের ব্যবসায়ী পান্থ শাহরিয়ারকে বিয়ে করেন রেসি। তাদের সংসারে প্রার্থনা ও প্রত্যাশা নামে দুটি কন্যাসন্তান রয়েছে। এখন তাদের দেখাশোনাসহ নানা কাজে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন রেসি। তবে একটা সময় চলচ্চিত্র ছিল তার ঘর-সংসার। সেই চলচ্চিত্র থেকে কি তিনি এখন বিদায় নিচ্ছেন? সেজন্যই কি নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছেন? এমন প্রশ্নের জবাবে রেসি বলেন, না। সারা জীবনই চলচ্চিত্রের হয়ে আছি এবং থাকব। অভিনয় আর করব না এ কোথাও বলি নাই আমি। এখন তো তেমন ভালো ফিল্ম কম হচ্ছে। তবে আশা করছি ইন্ডাস্ট্রি যেন আবার আগের মতো ঘুরে দাঁড়ায়। রেসি আরো বলেন, সবার এক হতে হবে। আর আগের প্রযোজকরা যদি নতুন করে ছবিতে লগ্নি করেন তাহলে আমার বিশ্বাস ছবি আবারো হিট হবে। মৌলিক গল্পের পাশাপাশি ছবির চিত্রনাট্য, গান, ফাইটসহ কারিগরি দিকেও জোর দিতে হবে। ভালো কাজ দিয়েই সামনে এগিয়ে নিতে হবে আমাদের দেশীয়
ছবি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status