বিনোদন
নিজের ছবির গানের উপস্থাপনায়
স্টাফ রিপোর্টার
২০১৮-০৩-২৯
চিত্রনায়িকা মৃদুলা আহমেদ রেসি। চলচ্চিত্রের জনপ্রিয় এই মুখ লম্বা সময় ঢালিউডে নায়িকা হিসেবে রাজত্ব করেছেন। মাঝে কাজ থেকে বিরতি নিলেও সবশেষ গত বছর বন্ধন বিশ্বাসের ‘শূন্য’ ছবিতে তিনি চিত্রনায়ক ওমর সানীর বিপরীতে অভিনয় করেছেন। বর্তমানে তিনি নিজের অভিনীত ছবির গান নিয়ে একটি অনুষ্ঠানের উপস্থাপনা করছেন। এ বিষয়ে জানতে চাইলে রেসি মানবজমিনকে বলেন, এই অনুষ্ঠানটি উপস্থাপনা করতে ভীষণ ভালো লাগছে। গতকালও শুটিং ছিল আমার। অনুষ্ঠানের নাম ‘আমার ছবি আমার গান’। আমার নিজের অভিনীত ছবির কিছু স্মৃতির কথার সঙ্গে গানগুলো দেখানো হবে। একুশে টিভিতে খুব শিগগিরই এটি প্রচার হবে। আশা করি, দর্শক এ অনুষ্ঠানটি উপভোগ করবেন। এর আগে শাকিব খান, অপু বিশ্বাস, নুসরাত ফারিয়া ‘আমার ছবি আমার গান’ শীর্ষক এই অনুষ্ঠানে অংশ নেন। তারই ধারাবাহিকতায় এবার নিজের ছবির গানে উপস্থাপনা করছেন রেসি। উল্লেখ্য, ২০০৩ সালে গোয়ালিনী বিনোদন বিচিত্রা চ্যাম্পিয়ন হওয়ার পরই মিডিয়ায় কাজ শুরু করেন রেসি। ২০০৪ সালে বুলবুল জিলানী পরিচালিত ‘নীল আঁচল’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় নাম লেখান এই অভিনেত্রী। এরপর একে একে বেশকিছু ছবিতে অভিনয় করার পর পান আকাশচুম্বী জনপ্রিয়তা। রেসি অভিনীত উল্লেখযোগ্য কয়েকটি ছবি হচ্ছে- এফ আই মানিকের ‘এক জবান’, ‘স্বামী ভাগ্য’ এবং মনতাজুর রহমান আকবরের ‘আমার স্বপ্ন আমার অহংকার’। ২০১২ সালের ২২শে জুন চট্টগ্রামের ব্যবসায়ী পান্থ শাহরিয়ারকে বিয়ে করেন রেসি। এ পর্যন্ত ৪০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি। তার অভিনীত বেশির ভাগ ছবিই পেয়েছে দর্শকপ্রিয়তা। খুব শিগগিরই আবারো নতুন ছবিতে কাজ করতে যাচ্ছেন বলে জানান এ অভিনেত্রী।