বিনোদন

সরব মিশু চৌধুরী

স্টাফ রিপোর্টার

১৬ মার্চ ২০১৮, শুক্রবার, ৮:২৬ পূর্বাহ্ন

বর্তমানে অভিনয় ও উপস্থাপনায় বেশ সরব রয়েছেন ছোট পর্দার আলোচিত অভিনেত্রী মিশু চৌধুরী। পাশাপাশি মঞ্চ নাটকেও কাজ করছেন। এসবের বাইরে শিক্ষকতাও করছেন। বর্তমানে এটিএন বাংলায় স্পোর্টস অনুষ্ঠান ‘খেলার জগত’ নিয়ে প্রতি সোমবার বিকাল ৪টায় হাজির হয়ে যাচ্ছেন মিশু। সপ্তাহে ঘটে যাওয়া স্পোর্টস নিয়ে এই আয়োজন। এর বাইরে নিউজ ২৪ চ্যানেলে ‘উই লাভ স্পোর্টস’ শিরোনামের একটি অনুষ্ঠানও উপস্থাপনার দায়িত্ব পালন করছেন এ গ্ল্যামারকন্যা। প্রতি শনিবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত লাইভ প্রচার হয় অনুষ্ঠানটি। উপস্থাপনা প্রসঙ্গে মিশু চৌধুরী বলেন, এ মাধ্যমটিতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। সেটা যদি হয় খেলাভিত্তিক তবে তো কথাই নেই। মনপ্রাণ দিয়ে উপস্থাপনা করতে ইচ্ছে করে। যে দুটি অনুষ্ঠান উপস্থাপনা করছি, তা থেকে খুব ভালো সাড়া পাচ্ছি। এদিকে সম্প্রতি নতুন একটি তারকাবহুল ধারাবাহিকে অভিনয় শুরু করেছেন মিশু চৌধুরী। নাটকের নাম ‘গ্রামের নাম শিমুলপুর’। ১৮ই  মার্চ সন্ধ্যা ৬টা থেকে প্রতিদিন চ্যানেল আইতে প্রচার হবে ধারাবাহিকটি। এটি পরিচালনা করছেন সাজু আহসান এবং বাসার জারজিজ। রচনা করেছেন মেজবাহ উদ্দিন সুমন। নাটকটির শুটিং চলছে মানিকগঞ্জের কৌড়িতে। মিশু ছাড়াও এ নাটকে আরো অভিনয় করছেন মাজনুন মিজান, শামীমা তুষ্টি, শাহেদ শরিফ খান, মৌসুমী হামিদ, তাজিন আহমেদ, আরমান পারভেজ মুরাদসহ অনেকে। নাটকটি নিয়ে বেশ এক্সাইটেড মিশু। তিনি বলেন, নাটকে আমার চরিত্রের নাম স্বর্ণালি। আমি ভুঁইয়া বাড়ির বড় বউ। ভীষণ চুপচাপ। সবদিক নিজের মতো করে সামলে নেই। আমার স্বামী শ্যামল ভুঁইয়া (মাজনুন মিজান)। আমাদের মধ্যে বোঝাপড়ার ব্যাপারটা দারুণ। বলা চলে টোনাটুনি। যেটা পুরো গ্রামের মানুষদের ভালো লাগে। বলতে পারেন আমরা তাদের আইডল। তবে তার মধ্যেই ঘটে যায় নানা ঘটনা। এর বাইরে আরো কয়েকটি খণ্ড নাটকে অভিনয়ের কথা চলছে মিশুর। ব্যাটে বলে মিললে করে ফেলবেন। এদিকে বর্তমানে একটি স্কুলে শিক্ষক হিসেবে কর্মরত মিশু। পাশাপাশি মঞ্চ নাটকে কাজ করছেন দেশ নাটকের হয়ে। বর্তমান কাজ করছেন ‘সুরগাঁও’ নাটকে। নাটকটি রচনা এবং পরিচালনা করেছেন মাসুম রেজা। মঞ্চ, টিভি নাটক ও উপস্থাপনায় সরব মিশু চৌধুরী বিয়ে করছেন কবে? উত্তরে এ অভিনেত্রী বলেন, পাত্র খোঁজাখুঁজি চলছে। ২০২০ সালে বিয়ে করবো। তবে, এর আগে বিয়ে করলে সবার জন্য অবাক করা ঘটনা ঘটবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status