বিনোদন
ছোট পর্দায় আজ
২০১৮-০৩-০৯
চ্যানেল আইতে ‘বেসিক আলী’
জনপ্রিয় কার্টুন চরিত্র ‘বেসিক আলী’র টেলিভিশন সিরিজ প্রচার হচ্ছে চ্যানেল আইতে। এতে বেসিক আলী চরিত্রে অভিনয় করছেন তৌসিফ। আর তার বিপরীতে রিয়া চরিত্রে সাবিলা নূর। অন্যান্য চরিত্রে আছেন আবদুল্লাহ রানা (তালিব আলী), বিজরী বরকতুল্লাহ (মলি আলী), সাবিলা নূর (রিয়া), মীর নওফেল আশরাফি জিসান (হিল্লোল), রিফাত জাহান (নেচার) এবং আনন্দ আজিম (ম্যাজিক)। কার্টুনটিতে পাঠক এক দশকেরও বেশি সময় ধরে মজে আছেন। বেসিক আলী লিখেছেন সাংবাদিক শাহরিয়ার খান। আর নির্মাণ করেছেন কাজল আরেফিন। চ্যানেল আইতে প্রচার হচ্ছে প্রতি শুক্রবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।
এনটিভিতে ‘গল্পগুলো আমাদের’
এনটিভিতে আজ রাত ৮টা ২০ মিনিটে প্রচার হবে নতুন ধারাবাহিক নাটক ‘গল্পগুলো আমাদের’ এর ১৫তম পর্ব। অবয়ব সিদ্দিকী মিডির চিত্রনাট্য রচনায় নাটকটির কাহিনী ও পরিচালনা করেছেন মিজানুর রহমান আরিয়ান। অভিনয় করেছেন- সৈয়দ হাসান ইমাম, দিলারা জামান, অপূর্ব, তাসনুভা তিশা, ইন্তেখাব দিনার, নাদিয়া, আনন্দ খালিদ, তৌসিফ, জোভান, অ্যালেন শুভ্র, শবনম ফারিয়া, নাদিয়া নদী, সাফা কবির, নাদিয়া মীম, ইফফাত তৃষা, সায়রা, রিমি করিম, খালেকুজ্জামান, মিলি বাশার, শেলী আহসান, মাজনুন মিজান, তামিম মৃধা প্রমুখ।
বাংলাভিশনে ‘ল্যাম্পপোস্ট’
বাংলাভিশনে প্রচার হচ্ছে ধারাবাহিক নাটক ‘ল্যাম্পপোস্ট’। সাগর জাহানের রচনা ও পরিচালনায় নাটকটি প্রচার হয় প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত ৯টা ৪৫ মিনিটে। এতে অভিনয় করেছেন মামুনুর রশীদ, রহমত আলী, মোশাররফ করিম, তারিন, বাঁধন, সাবিলা নূর, মারজুক রাসেল, সাবেরী আলম, রেবেনা রেজা জুঁই, কচি খন্দকার, রিফাত চৌধুরী, তারিক স্বপন, এ কে আজাদ প্রমুখ।
মাছরাঙা টিভিতে ‘অন্তমিল’
মাছরাঙা টিভিতে আজ রাত ৭টা ৪৫ মিনিটে প্রচার হবে মার্সেল নিবেদিত এ সপ্তাহের নাটক ‘অন্তমিল’। রচনা ও পরিচালনা করেছেন মুরাদ পারভেজ। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তানজিন তিশা, শম্পা রেজা প্রমুখ।
দীপ্ত টিভিতে ‘টোনাটুনির সংসার’
দীপ্ত টিভিতে আজ রাত ১০টায় প্রচার হবে একক নাটক ‘টোনাটুনির সংসার’। নাটকটি রচনা করেছেন মেহরাব জাহিদ ও সহিদ উন নবী এবং পরিচালনায় সহিদ উন নবী। নাটকটিতে অভিনয় করেছেন মিলন, নওশিন। নাটকের গল্পে দেখা যাবে, মঞ্জু নামী কোম্পানিতে চাকরি পেয়ে বোঝে ব্রান্ডেড পোশাক ছাড়া কেউ সম্মান করে না। দামী পোশাক আসতে শুরু করে মঞ্জু আর শাম্মির ছোট্ট বাসায়। এলাকায় পার্টিতে এক মহিলা সবার সামনে বলে শাম্মির পরে থাকা শাড়িটা তার।
দেশটিভিতে ‘প্রিয়জনের গান’
দেশটিভিতে ‘প্রিয়জনের গান’-এ আজ গান করবেন মামুন জাহিদ ও আফসানা রুনা। আজ দুপুর ৩টা থেকে সরাসরি প্রচার হবে অনুষ্ঠানটি। এ অনুষ্ঠানে প্রতি পর্বে আমন্ত্রিত শিল্পী তার প্রিয় শিল্পীদের গাওয়া গান এবং পাশাপাশি নিজের গাওয়া কিছু পছন্দের গান পরিবেশন করেন। গানের পাশাপাশি মূল শিল্পী বা আমন্ত্রিত শিল্পীর প্রিয় মানুষের সঙ্গে টেলিফোন আলাপনের মাধ্যমে জানা যায় গানের অন্তরালের নানা অজানা গল্প। বুলবুল ইসলামের প্রযোজনায় প্রচার হয় এ অনুষ্ঠান।
জনপ্রিয় কার্টুন চরিত্র ‘বেসিক আলী’র টেলিভিশন সিরিজ প্রচার হচ্ছে চ্যানেল আইতে। এতে বেসিক আলী চরিত্রে অভিনয় করছেন তৌসিফ। আর তার বিপরীতে রিয়া চরিত্রে সাবিলা নূর। অন্যান্য চরিত্রে আছেন আবদুল্লাহ রানা (তালিব আলী), বিজরী বরকতুল্লাহ (মলি আলী), সাবিলা নূর (রিয়া), মীর নওফেল আশরাফি জিসান (হিল্লোল), রিফাত জাহান (নেচার) এবং আনন্দ আজিম (ম্যাজিক)। কার্টুনটিতে পাঠক এক দশকেরও বেশি সময় ধরে মজে আছেন। বেসিক আলী লিখেছেন সাংবাদিক শাহরিয়ার খান। আর নির্মাণ করেছেন কাজল আরেফিন। চ্যানেল আইতে প্রচার হচ্ছে প্রতি শুক্রবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।
এনটিভিতে ‘গল্পগুলো আমাদের’
এনটিভিতে আজ রাত ৮টা ২০ মিনিটে প্রচার হবে নতুন ধারাবাহিক নাটক ‘গল্পগুলো আমাদের’ এর ১৫তম পর্ব। অবয়ব সিদ্দিকী মিডির চিত্রনাট্য রচনায় নাটকটির কাহিনী ও পরিচালনা করেছেন মিজানুর রহমান আরিয়ান। অভিনয় করেছেন- সৈয়দ হাসান ইমাম, দিলারা জামান, অপূর্ব, তাসনুভা তিশা, ইন্তেখাব দিনার, নাদিয়া, আনন্দ খালিদ, তৌসিফ, জোভান, অ্যালেন শুভ্র, শবনম ফারিয়া, নাদিয়া নদী, সাফা কবির, নাদিয়া মীম, ইফফাত তৃষা, সায়রা, রিমি করিম, খালেকুজ্জামান, মিলি বাশার, শেলী আহসান, মাজনুন মিজান, তামিম মৃধা প্রমুখ।
বাংলাভিশনে ‘ল্যাম্পপোস্ট’
বাংলাভিশনে প্রচার হচ্ছে ধারাবাহিক নাটক ‘ল্যাম্পপোস্ট’। সাগর জাহানের রচনা ও পরিচালনায় নাটকটি প্রচার হয় প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত ৯টা ৪৫ মিনিটে। এতে অভিনয় করেছেন মামুনুর রশীদ, রহমত আলী, মোশাররফ করিম, তারিন, বাঁধন, সাবিলা নূর, মারজুক রাসেল, সাবেরী আলম, রেবেনা রেজা জুঁই, কচি খন্দকার, রিফাত চৌধুরী, তারিক স্বপন, এ কে আজাদ প্রমুখ।
মাছরাঙা টিভিতে ‘অন্তমিল’
মাছরাঙা টিভিতে আজ রাত ৭টা ৪৫ মিনিটে প্রচার হবে মার্সেল নিবেদিত এ সপ্তাহের নাটক ‘অন্তমিল’। রচনা ও পরিচালনা করেছেন মুরাদ পারভেজ। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তানজিন তিশা, শম্পা রেজা প্রমুখ।
দীপ্ত টিভিতে ‘টোনাটুনির সংসার’
দীপ্ত টিভিতে আজ রাত ১০টায় প্রচার হবে একক নাটক ‘টোনাটুনির সংসার’। নাটকটি রচনা করেছেন মেহরাব জাহিদ ও সহিদ উন নবী এবং পরিচালনায় সহিদ উন নবী। নাটকটিতে অভিনয় করেছেন মিলন, নওশিন। নাটকের গল্পে দেখা যাবে, মঞ্জু নামী কোম্পানিতে চাকরি পেয়ে বোঝে ব্রান্ডেড পোশাক ছাড়া কেউ সম্মান করে না। দামী পোশাক আসতে শুরু করে মঞ্জু আর শাম্মির ছোট্ট বাসায়। এলাকায় পার্টিতে এক মহিলা সবার সামনে বলে শাম্মির পরে থাকা শাড়িটা তার।
দেশটিভিতে ‘প্রিয়জনের গান’
দেশটিভিতে ‘প্রিয়জনের গান’-এ আজ গান করবেন মামুন জাহিদ ও আফসানা রুনা। আজ দুপুর ৩টা থেকে সরাসরি প্রচার হবে অনুষ্ঠানটি। এ অনুষ্ঠানে প্রতি পর্বে আমন্ত্রিত শিল্পী তার প্রিয় শিল্পীদের গাওয়া গান এবং পাশাপাশি নিজের গাওয়া কিছু পছন্দের গান পরিবেশন করেন। গানের পাশাপাশি মূল শিল্পী বা আমন্ত্রিত শিল্পীর প্রিয় মানুষের সঙ্গে টেলিফোন আলাপনের মাধ্যমে জানা যায় গানের অন্তরালের নানা অজানা গল্প। বুলবুল ইসলামের প্রযোজনায় প্রচার হয় এ অনুষ্ঠান।