বিনোদন

আবার একসঙ্গে

স্টাফ রিপোর্টার

২৮ ফেব্রুয়ারি ২০১৮, বুধবার, ৮:৪৮ পূর্বাহ্ন

আফজাল হোসেন ও সুবর্ণা মুস্তাফা, বাংলাদেশের টিভি নাটকের সবচেয়ে জনপ্রিয় জুটি। তারা দু’জন যে নাটকেই অভিনয় করেছেন সবসময়ই দর্শক তা বেশ কৌতূহল নিয়ে উপভোগ করেছেন। প্রতিনিয়তই দু’জন একসঙ্গে একই নাটক-টেলিফিল্মে অভিনয়ের প্রস্তাব পান। তবে গল্প পছন্দ না হলে দু’জনের কেউ কাজ করতে আগ্রহী হন না। বদরুল আনাম সৌদ রচিত ‘অক্ষর থেকে উঠে আসা মানুষ’-এর গল্প এবং এতে তাদের চরিত্র দু’জনের ভালোলাগায় আবার একসঙ্গে অভিনয় করছেন আফজাল হোসেন ও সুবর্ণা মুস্তাফা। বদরুল আনাম সৌদের নির্দেশনায় গত ২৬ ও ২৭শে ফেব্রুয়ারি রাজধানীর উত্তরায় নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। এর গল্প প্রসঙ্গে বদরুল আনাম সৌদ বলেন, সুবর্ণা মুস্তাফা এই নাটকে একজন লেখিকা। আর আফজাল ভাই তারই লেখা একটি চরিত্র। লেখিকার ধারণা ছিল তিনি যেভাবে ভাববেন সেভাবেই আফজাল হোসেনের চরিত্রটি ফুটে উঠবে। কিন্তু তেমনটি হয়নি। একটি সময় এসে লেখিকার সঙ্গে তারই সৃষ্ট সেই চরিত্রের এক আবেগের সম্পর্ক তৈরি হয়। এ এক অন্যরকম সম্পর্কের গল্প। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে আফজাল হোসেন বলেন, সৌদের লেখা গল্প সবসময়ই আমার খুব ভালো লাগে। ‘অক্ষর থেকে উঠে আসা মানুষ’-এর গল্পটা অন্যরকম। সুবর্ণা মুস্তাফা বলেন, সৌদের ভাবনায় এত চমৎকার গল্প কীভাবে আসে তা আমার বোধগম্য নয়। সত্যিই খুব চমৎকার গল্পের একটি নাটকে কাজ করলাম। সৌদ জানান, শিগগিরই নাটকটি চ্যানেল আইতে প্রচার হবে। উল্লেখ্য, ১৯৭৫ সালে বিটিভিতে প্রচারিত রবীন্দ্রনাথের ‘সুভা’ নাটকে আফজাল-সুবর্ণা প্রথম অভিনয় করেছিলেন আবদুল্লাহ আল মামুনের প্রযোজনায়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status