বাংলারজমিন

চাঁপাই নবাবগঞ্জে মাদকবিরোধী অভিযান আটক ১১

চাঁপাই নবাবগঞ্জ সংবাদদাতা

২০২১-১২-০৬

 চাঁপাই নবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১১ জনকে আটক করেছেন র‌্যাব-৫ এর চাঁপাই নবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। গত শনিবার রাতে চাঁপাই নবাবগঞ্জ শহরের রেহাইচর গ্রামের ডা. আ. ম মেসবাহুল হক (বাচ্ছু ডাক্তার) স্টেডিয়ামের উত্তর-পশ্চিম দিকে গ্যালারির নিচে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
শনিবার গভীর রাতে র‌্যাব চাঁপাই নবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাই নবাবগঞ্জ জেলা শহরের রেহাইচর গ্রামের ডা. আ. ম মেসবাহুল হক স্টেডিয়ামের উত্তর-পশ্চিম দিকে দর্শক গ্যালারির নিচে কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. ওমর আলীর নেতৃত্বে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক সেবনের বিভিন্ন উপকরণসহ তাদের হাতেনাতে আটক করা হয়। অভিযানে আটকদের চাঁপাই নবাবগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। চিকিৎসাপত্র অনুযায়ী আটকরা মাদকাসক্ত হিসেবে প্রাথমিকভাবে জানা যায় বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এ ঘটনায় চাঁপাই নবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা রুজু করা হয়েছে।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status