বাংলারজমিন
সোনারগাঁয়ে স্বতন্ত্র ইউপি চেয়ারম্যান যোগ দিলেন আওয়ামী লীগে
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
২০২১-১২-০৫
সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের নবনির্বাচিত স্বতন্ত্র চেয়ারম্যান শামসুল আলম শামসু আওয়ামী লীগে যোগদান করেছেন। গতকাল দুপুরে উপজেলা অডিটরিয়ামে ৮টি ইউনিয়নের নবনির্বাচিত জনপ্রতিনিধিদের সংবর্ধনা অনুষ্ঠানে স্বতন্ত্র চেয়ারম্যান শামসুল আলম শামসু যোগদান করেন। সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক এডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া। স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শামসুল আলম শামসু সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টির সাবেক সহ-সভাপতি। তিনি নোয়াগাঁও ইউনিয়নে দীর্ঘ ১৪ বছর চেয়ারম্যান ছিলেন। এ ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থীর সংখ্যা বেশি হওয়ায় আওয়ামী লীগ প্রার্থীর শোচনীয় পরাজয় হয়েছে। সোনারগাঁও আওয়ামী লীগে যোগদান করে নব নির্বাচিত স্বতন্ত্র চেয়ারম্যান শামসুল আলম শামসু বলেন, আমার পরিবার অনেক আগে থেকেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হলেও আওয়ামীলীগের আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ আওয়ামী লীগে যোগদান করেছি। সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক এডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া তার বক্তব্যে বলেন, স্বতন্ত্র প্রার্থী নোয়াগাঁও ইউনিয়নে বেশ জনপ্রিয়। তিনি আওয়ামী লীগে যোগদান করায় নোয়াগাঁও আওয়ামী লীগ আরও শক্তিশালী ও গতিশীল হবে।
অনুষ্ঠানে সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক এডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সোনারগাঁ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, সাদীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লা প্রমুখ।
অনুষ্ঠানে সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক এডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সোনারগাঁ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, সাদীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লা প্রমুখ।