বাংলারজমিন
ফতুল্লায় ছুরির ভয় দেখিয়ে কিশোরী ধর্ষণ, গ্রেপ্তার ১
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে
২০২১-১০-১০
ফতুল্লায় ছুরির ভয় দেখিয়ে এক কিশোরী (১৩) ধর্ষণের অভিযোগে মো. খলিলুর রহমান (২১)কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত খলিলুর রহমান গাইবান্ধার সাঘাটা থানার যোগীপাড়া গ্রামের আব্দুল করিমের পুত্র ও ফতুল্লার মুসলিমনগর এতিমখানা রোডের সালাউদ্দিনের বাড়ির ভাড়াটিয়া। ধর্ষণের ঘটনায় কিশোরীর নানী বাদী হয়ে গতকাল শনিবার ধর্ষক খলিলুর রহমানকে অভিযুক্ত করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন। ধর্ষণের ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে ফতুল্লার মুসলিমনগর এতিমখানা রোডের সালাউদ্দিনের ভাড়া বাসায়। মামলার তথ্য মতে, কিশোরীর নানী স্বামী ও নাতনীকে নিয়ে ফতুল্লার মুসলিমনগর এতিমখানা রোডস্থ সালাউদ্দিনের বিল্ডিংয়ে ভাড়ায় বসবাস করে। অপরদিকে খলিলুর রহমানও একই বিল্ডিংয়ে পাশাপাশি ভাড়ায় বসবাস করে এবং একটি গার্মেন্টে কাজ করে। পাশাপাশি বসবাস করার সুবাদে খলিলুর রহমানের সঙ্গে সুসম্পর্ক ছিল এবং কিশোরী তাকে দুলাভাই বলে সম্বোধন করতো। ঘটনার দিন দুপুর ২টার দিকে কিশোরীর নানা ভ্যানগাড়ি নিয়ে কর্মস্থলে এবং নানী শাক তুলতে বাড়ির বাইরে ছিল। এ সুযোগে খলিলুর রহমান কিশোরীকে মুখ চেপে জোরপূর্বক তার রুমে নিয়ে ছুরির ভয় দেখিয়ে ধর্ষণ করে। ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুজ্জামান জানান, অভিযুক্ত খলিলুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।