বাংলারজমিন

সেনবাগ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদকের ওপর সন্ত্রাসী হামলা

স্টাফ রিপোর্টার, নোয়াখালী থেকে

২০২১-০৭-১৮

দৈনিক মানবজমিন পত্রিকার সেনবাগ প্রতিনিধি, সেনবাগ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক এম এ আউয়ালের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গতকাল সকাল ১০টায় সেনবাগ পৌরশহরের কাদরাস্থ প্রধান সড়কের ছয়বাড়িয়া কালভার্টে এ ঘটনা ঘটে। জানা গেছে, সাংবাদিক এমএ আউয়াল পেশাগত দায়িত্ব পালন করতে নিজ বাসা থেকে প্রেস ক্লাবের  উদ্দেশ্যে বের হয়। পথিমধ্যে  স্থানীয় কালভার্টে আসামাত্র আগে থেকেই ওত পেতে থাকা আশরাফুল আলম রানা পেছন থেকে হামলা চালায়। দুই দফা হামলার ঘটনায় সাংবাদিক আউয়াল আহত হয়েছেন। এ সময় ব্যবসায়ী ইয়াছিন আলী বাবর সহ স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে। জানা গেছে, যুবলীগ কর্মী আশরাফুল আলম রানা সেনবাগ পল্লীবিদ্যুৎ সমিতির পরিচালক হওয়ার পর থেকে ওয়ার্ল্ড ব্যাংকের বিনামূল্যে পিলার সরবরাহের নাম করে সাধারণ মানুষকে জিম্মি করে টাকা হাতিয়ে নিচ্ছে। সেনবাগের বিভিন্নস্থানে সিন্ডিকেটের মাধ্যমে অর্থ লেনদেন ও ভুক্তভোগী শুভকে মারধরের ভিডিও চিত্র সহ নানা অভিযোগের ডকুমেন্ট গণমাধ্যমকর্মীদের কাছে চলে আসে।
রানা একটি শক্তিশালী সিন্ডিকেটের ছত্রছায়ায় পল্লীবিদ্যুৎ সমিতি ডিজিএম ও এজিএম (কমের) ইশারায় আধিপত্য বিস্তার করে চলেছে-এ কথা মানুষের মুখে মুখে। গণমাধ্যমকর্মীদের হাতে তার আমলনামা চলে আসায় সাংবাদিক আউয়ালের ওপর হামলার ঘটনা চালিয়েছে।
হামলায় আহত প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আউয়াল জানান, থানায় এজাহার করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম মজুমদার ঘটনা শুনে বিস্মিত হয়েছেন। সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল বাতেন মৃধা দাখিলীয় এজাহার পাবার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। নোয়াখালীর পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) জ্যোতিময় চাকমা বলেন- প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এ আউয়ালের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুততম সময়ে ব্যবস্থা নেয়া হবে বলে নিশ্চিত করেন।
এদিকে সেনবাগ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক এম এ আউয়ালের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক ডক্টর শামীম উদ্দিন খান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) সহকারী অধ্যাপক তৌফিক আহমেদ পরাগ, সম্মিলিত সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সদস্য গণসংগীত শিল্পী আরিফুর রহমান, কেন্দ্রীয় খেলাঘর আসরের সাবেক সাধারণ সম্পাদক আবুল ফারাহ পলাশ, বীরবিক্রম শহীদ উল্যাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন জাহাঙ্গীর আলম মানিক, সেনবাগ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এস এম আবদুল ওহাব, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবদুস ছাত্তার বিএসসি, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য এডভোকেট জাকির হোসেন জুয়েল, বাংলাদেশ আওয়ামী লীগ ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সাইফ উদ্দিন শাহজাদা, সাপ্তাহিক বৈশাখী বাণী পত্রিকার সম্পাদক গোলাম ছারওয়ার রিপন, সেনবাগ প্রেস ক্লাবের সভাপতি খোরশেদ আলম, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি/সাধারণ সম্পাদক সহ সেনবাগে কর্মরত সকল সাংবাদিকবৃন্দসহ সর্বস্তরের মানুষ।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status