বাংলারজমিন
তারাকান্দায় ধর্ষিত কিশোরীর সন্তান প্রসব, ধর্ষক গ্রেপ্তার
তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি
২০২১-০৭-১৫
ময়মনসিংহের তারাকান্দায় ধর্ষিত এক কিশোরী সন্তান প্রসব করেছে। এ ঘটনায় ধর্ষক আব্দুল মোতালেব (৬০)কে গ্রেপ্তার করে গতকাল বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে পুলিশ। জানা গেছে, ওই কিশোরীর বাবা উপজেলার মেছেরা গ্রামের চাঁদের বাজারে পার্শ্ববর্তী এলাকার হোসেনের পুত্র আব্দুল মোতালেব (৬০) এর বেকারি কারখানায় চাকরি করতো। সেই সুবাদে তার কন্যা (১৪) পিতার কর্মস্থলে আসা- যাওয়া করতো। এ সময় বেকারি মালিক আব্দুল মোতালেবের কু-দৃষ্টি পড়ে ওই কিশোরীর ওপর। এক পর্যায়ে আব্দুল মোতালেব বিভিন্ন প্রলোভনে ওই কিশোরীকে ধর্ষণ করে। ফলে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি এলাকায় জানাজানি হয়। এদিকে অন্তঃসত্ত্বা কিশোরী গতকাল ময়মনসিংহ শহরের একটি প্রাইভেট ক্লিনিকে কন্যাসন্তান প্রসব করে। এ ঘটনায় কিশোরীর পিতা এয়াদ আলী বাদী হয়ে আব্দুল মোতালেবসহ তিনজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুস সবুর জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে গৌরীপুর উপজেলার শাহবাজপুর এলাকা থেকে ধর্ষক আব্দুল মোতালেবকে গ্রেপ্তার করা হয়েছে।