বাংলারজমিন
শিউলী আজাদ এমপি হওয়ায় সরাইলে উল্লাস
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
২০১৯-০২-১০
সরাইল আওয়ামী লীগের পরিচ্ছন্ন এক রাজনৈতিক ব্যক্তির নাম একেএম ইকবাল আজাদ। দলীয় কোন্দলে নিমর্মভাবে খুন হন তিনি। এরপরই রাজনীতির মাঠে নেমে পড়েন স্ত্রী শিউলী আজাদ। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়কের দায়িত্বও পান তিনি। দলের জন্য মাঠের কর্মকাণ্ড ও ত্যাগ স্বীকারের পুরস্কার স্বরূপ দীর্ঘ ৬ বছর পর গত শুক্রবার সন্ধ্যায় দলীয় সিদ্ধান্তে আওয়ামী লীগের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হলেন উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলী আজাদ। স্বপ্নপূরণ হয়েছে প্রয়াত ইকবাল আজাদের। স্বাধীনতার ৪৮ বছর আওয়ামী লীগের একজন প্রতিনিধি পেয়ে আনন্দে ভাসছে সরাইল। সর্বত্র চলছে মিষ্টি বিতরণ। সরাইলের সৌদি প্রবাসীরাও উৎসবে মেতে উঠেছেন। ইকবাল আজাদ ও শিউলী আজাদের নানা ছবি, কমেন্টস-এ ব্যস্ত হয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম। এ যেন এক বিশাল প্রাপ্তি। ধন্যবাদ জানিয়ে জননেত্রী ও প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছেন সরাইলবাসী।