বাংলারজমিন
দেওয়ানগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন
জামালপুর প্রতিনিধি
২০১৮-০২-১২
জেলার দেওয়ানগঞ্জ উপজেলার চরগামারিয়া এলাকায় যৌতুকের কারণে স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছে। শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ইসলামপুর উপজেলার ভেঙ্গুরা গ্রামের ইনছর আলীর মেয়ে রীনা বেগম (২৬) এর সঙ্গে দেওয়ানগঞ্জ উপজেলার চর গামারিয়া এলাকার বাসিন্দা আব্দুল কুদ্দুসের ছেলে ফুলু সেকের (৩০) পাঁচ বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকেই ফুলু সেক যৌতুকের জন্য চাপ দিয়ে আসছিল। শনিবার গভীর রাতে যৌতুকের জন্য স্ত্রীকে আবারো চাপ দিলে দু’জনের মধ্যে ঝগড়া বেঁধে যায়। একপর্যায়ে স্বামী রীনা বেগমকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা রীনাকে উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পুলিশ গতকাল সকালে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। দেওয়ানগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুল লতিফ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে ঘাতক ফুলু সেকের বাবা-মাসহ তিন জনকে আটক করা হয়েছে।