বাংলারজমিন

চৌগাছায় গলাকাটা মৃতদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার, যশোর থেকে

২০২২-০৪-১১

যশোরের চৌগাছায় কাইয়ুম আলী (৫৫) নামে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি যশোর সদর উপজেলার কাদিরপাড়া গ্রামের ইসমাইল তরফদারের ছেলে।

আজ সোমবার সকাল আটটার দিকে চৌগাছা উপজেলার ফুলসারা ইউনিয়নের সৈয়দপুর গ্রামের সৈয়দপুর-সাতমাইলগামী পাকা রাস্তার পাশে জনৈক আরিফুল ইসলামের জমির পাশ থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করে চৌগাছা থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল আটটার দিকে মৃতদেহটি রাস্তার পাশে পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানা পুলিশকে খবর দেয়। চৌগাছা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি হেফাজতে নেয়। প্রাথমিকভাবে দেখা যায় তাকে গলা কেটে হত্যা করা হয়েছে।
পুলিশ জানায়, কাইয়ুম আলী ভাড়ায় মোটরসাইকেলে যাত্রী বহন করতেন। দুর্বৃত্তরা তার ভাড়ায় চালিত মোটর সাইকেলটি নিয়ে গেছে।
পরিবারের পক্ষ থেকে জানিয়েছে, রোববার রাত ১০টার দিকে সর্বশেষ তার জামাই মুন্নার সাথে কাইয়ুম আলীর কথা হয়। তারপর থেকে পরিবারের আর কারো সাথে কথা হয়নি । পরে সকালে তার মরদেহটি মাঠের মধ্যে পাওয়া যায়।

বিষয়টি নিশ্চিত করে চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ঠ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
যশোর জেলা পুলিশের মুখপাত্র ও যশোর ডিবির ওসি রূপন কুমার সরকার বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status